এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শাহের ‘পঞ্চপাণ্ডব’ আসলে মমতা ব্যানার্জির কাছে উন্নয়নের মন্ত্র শিখতে এসেছেন? আক্রমন তৃণমূলের

শাহের ‘পঞ্চপাণ্ডব’ আসলে মমতা ব্যানার্জির কাছে উন্নয়নের মন্ত্র শিখতে এসেছেন? আক্রমন তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকদের এবার শিক্ষানবিশ বলে কটাক্ষ করলেন তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সামনে আসছে 2021 এর বিধানসভা নির্বাচন এবং বাংলাকে পাখির চোখ করে গেরুয়া শিবির কিন্তু কোমড় বেঁধে নেমে পড়েছে ময়দানে। সম্প্রতি বাংলাকে পাঁচটি জোনে ভাগ করে কেন্দ্রীয় নেতারা একেকটি জোনের দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষকরা তো কাজ করছেনই। আর এবার বাংলায় বিজেপির কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব নেওয়া নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এর আগেও তৃণমূল নেতৃত্ব থেকে বিজেপির প্রতি তীব্র কটাক্ষ করে চলেছেন একের পর এক নেতা, মন্ত্রীরা। মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট করে বার্তা দেন এদিন, শিক্ষানবিশ হয়ে যদি কেউ বাংলার উন্নয়ন দেখতে আসেন, তাহলে কোন সমস্যা নেই। তবে কেউ যদি বাংলা জয়ের স্বপ্ন দেখে, তাহলে কিন্তু আপত্তি আছে বলে তিনি হুঁশিয়ারি দেন। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বাংলার উন্নয়নের সঙ্গে বিজেপি শাসিত রাজ্যের তুলনা টেনে এনেছেন এবং দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে উন্নয়নের পাঠ নেওয়া উচিত অন্যদের।

স্বাস্থ্য থেকে শিক্ষা- বাংলাতে সবকিছুর উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তাই বাংলা থেকে অন্যদের শেখার প্রয়োজন আছে। বাংলার উন্নয়ন দেখে নিজেদের রাজ্যে প্রয়োগ করার কথা এদিন বলেন চন্দ্রিমা ভট্টাচার্য। মনে করা হচ্ছে পরোক্ষে তিনি বিজেপি শাসিত রাজ্যের কথাই বলতে চেয়েছেন। সম্প্রতি শশী পাঁজা, শুখেন্দু শেখর রায় সাংবাদিক বৈঠক করেছেন। আর এবার রাজ্যের অন্যতম মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে গেরুয়া শিবিরের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের উন্নয়ন নিয়ে তিনি পরোক্ষভাবে বিজেপিকে আক্রমণ করলেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বিজেপি কেন্দ্রীয় শিবিরের নেতাদের বাংলায় আগমন নিয়ে বহিরাগতদের প্রসঙ্গ তোলেন তিনি। আর এই প্রসঙ্গে তিনি বলেন, বাংলা এমনই একটি প্রদেশ, যেখানে বহিরাগতরা তাঁদের চিন্তা ভাবনা সফল করতে চাইলে বাংলার মানুষরা মেনে নেবে না। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনে বাংলাকে জয় করতে রাজ্য গেরুয়া শিবিরের ওপর ভরসা না করে এবার কেন্দ্রীয় বিজেপি নেতারা নিজেরাই মাঠে নেমেছেন।

আর তা থেকেই স্পষ্ট 2021 এর বিধানসভা নির্বাচন হতে চলেছে বিজেপি এবং তৃণমূল কাছে প্রেস্টিজের লড়াই। তবে কেন্দ্রীয় নেতাদের বাংলায় এসে দায়িত্ব নেওয়াকে রাজ্যের শাসক দল যে কোন মতেই মেনে নিচ্ছে না, সে কথা বিভিন্ন নেতা-মন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়ে উঠছে। অনেকেই কেন্দ্রীয় নেতাদের শিক্ষানবিশ বলেও কটাক্ষ করতে ছাড়ছেন না। আপাতত রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!