এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে রাজ্যে হতে চলেছে রেল ধর্মঘট

কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে রাজ্যে হতে চলেছে রেল ধর্মঘট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রীয় নয়া কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি ও দিল্লির সীমান্তে দীর্ঘ সময় ধরে কৃষকদের আন্দোলন চলছে। সম্প্রতি বিক্ষুব্ধ কৃষকেরা আগামী ২ রা অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের উর্ধ্বসীমা দিয়েছেন কেন্দ্রকে। কিছুদিন আগেই কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চাক্কা জ্যামের ডাক দিয়েছিলেন বিক্ষুব্ধ কৃষকেরা। এবারে কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি আগামী ১৮ ই ফেব্রুয়ারি রাজ্যে রেল রোকো কর্মসূচির ডাক দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কৃষক সমন্বয় কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির কৃষক আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে প্রচন্ড দমন-পীড়ন চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। তার প্রতিবাদ জানিয়ে আগামী ১৮ ই ফেব্রুয়ারি এই কর্মসূচির ডাক দিয়েছে কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি। এদিন রাজ্যের সমস্ত জেলায় রেল অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ছাত্র, যুব, মহিলা সহ গণতান্ত্রিক সংগঠনের কাছে আবেদন জানানো হয়েছে।

এছাড়াও কৃষক সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, কৃষক আন্দোলনের সময় যে সমস্ত কৃষকদের মৃত্যু হয়েছে তাদের স্মরণ করতে আগামীকাল ১৪ ই ফেব্রুয়ারি শহীদ দিবস পালন করা হবে। আগামীকাল রাজ্যের সমস্ত স্থানে মোমবাতি জালানো হবে, শহীদ বেদী নির্মাণ করা হবে। সেইসঙ্গে নীরবতা পালন করা হবে ও মিছিল করা হবে। এভাবেই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে একাধিক কর্মসূচির উদ্যোগ নিতে চলেছে কৃষক সমন্বয় কমিটি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!