এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রীয় মন্ত্রীসভার সম্প্রসারণে বিজেপির কোন নতুন মুখ এবার দিল্লীতে পৌঁছাবে?

কেন্দ্রীয় মন্ত্রীসভার সম্প্রসারণে বিজেপির কোন নতুন মুখ এবার দিল্লীতে পৌঁছাবে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন যাবৎ গুঞ্জন শোনা যাচ্ছে এবার হয়তো কেন্দ্রীয় মন্ত্রীসভার সম্প্রসারণ হবে। দেশের বেশ কয়েকটি রাজ্যে আগামীদিনে বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীসভার সম্প্রসারণ কার্যত রাজনৈতিক হিসাব-নিকাশেরই একটি অঙ্গ বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রীসভার সম্প্রসারণ হওয়ার কথা ছিল আগেই। কিন্তু করোনা পরিস্থিতিতে তা আটকে যায় বলে জানা যাচ্ছে। অতএব আর দেরি করতে রাজি নন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী।

যত তাড়াতাড়ি সম্ভব এই সম্প্রসারণের কাজ হতে চলেছে। গত কয়েকদিন যাবত তিনি শীর্ষ নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করে চলেছেন। মনে করা হচ্ছে, পারফরম্যান্স অনুযায়ী সবার বিচার পর্ব চলছে। কিন্তু এবারের মন্ত্রীসভা সম্প্রসারণে কারা কারা জায়গা পেতে পারেন, তা নিয়েই চলছে বিশেষ আলোচনা। চোখ রয়েছে এ রাজ্যের দিকেও। বাংলা থেকে কার্যত দিলীপ ঘোষের নামে সর্বাগ্রে উঠে আসছে। কারণ তার হাত ধরেই এরাজ্যে গেরুয়া শিবির 3 থেকে 77 এ পৌঁছেছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর মুখেও দিলীপ ঘোষের প্রশংসা শোনা গিয়েছে বিভিন্ন সময়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে আগামী কয়েক বছরে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রতিনিধি তুলে এনে ভোটবাক্স শক্তপোক্ত করতে চায় গেরুয়া শিবির। আর তাই হয়তো ত্রিপুরায় যেমন প্রতিমা বিশ্বাস মন্ত্রীসভায় জায়গা পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন, ঠিক সেভাবে এরাজ্যেও শান্তনু ঠাকুরের নাম চর্চায় রয়েছে। একইসাথে নিশীথ প্রামাণিকের নামও উঠে আসছে। তবে একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে আসাম থেকে সর্বানন্দ সোনোয়াল এবারের মন্ত্রীসভায় জায়গা করে নিচ্ছেন।

অন্যদিকে মধ্যপ্রদেশে বিজেপির প্রসারতা হেতু যিনি মুখ্য ভূমিকা নিয়েছেন সেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও এবার মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন বলে শোনা যাচ্ছে। একই সাথে আরো বিভিন্ন নাম নিয়ে চর্চা চলছে। বাংলার ক্ষেত্রে খুব সম্ভবত মনে করা হচ্ছে, বিধানসভা নির্বাচনের স্কোরবোর্ড এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আর সেদিক থেকে দেখতে গেলে কিন্তু দিলীপ ঘোষ অনেকটাই পিছিয়ে রয়েছেন। আপাতত নজর থাকছে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের দিকে। আর হয়তো কিছুদিনের অপেক্ষা, তারপরেই সামনে আসবে নতুন মন্ত্রীসভায় কারা জায়গা পেলেন তাঁদের তালিকা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!