এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রীয় মন্ত্রীসভায় কে পাচ্ছেন এবার জায়গা? রাজ্য বিজেপিতেও কি বড় বদল? জল্পনা তুঙ্গে

কেন্দ্রীয় মন্ত্রীসভায় কে পাচ্ছেন এবার জায়গা? রাজ্য বিজেপিতেও কি বড় বদল? জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে শোনা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় হয়তো আর কিছুদিনের মধ্যেই রদবদল হতে পারে এবং জল্পনা প্রবল বর্তমান রাজ্য সংসদ যারা মন্ত্রিত্বে আছেন, তাঁদের জায়গায় নতুন মুখ আসতে পারে বাংলা থেকে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে জেতা আসনের বিধানসভা কেন্দ্রগুলির ফলাফলের ভিত্তিতে মন্ত্রিত্বে রদবদল হতে পারে বলে শোনা যাচ্ছে।

অন্যদিকে রাজ্যে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ভালো হয়েছে। সবথেকে ভালো ফলাফল হয়েছে জন বার্লা এবং নিশীথ প্রামাণিকের সংসদীয় এলাকায় অর্থাৎ আলিপুরদুয়ার ও কোচবিহারে। সেক্ষেত্রে এই দুজনের মন্ত্রিসভায় জায়গা পাওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। এবারের বিধানসভা নির্বাচনে সবথেকে খারাপ ফলাফল হয়েছে হুগলি এবং ঝাড়গ্রামে অর্থাৎ লকেট চট্টোপাধ্যায় এবং কুনার হেমব্রমের সাংসদীয় এলাকায়।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের নিরিখে রাজ্যে 121 টি বিধানসভা আসনে এগিয়েছিল বিজেপি। কিন্তু ফলাফল ঘোষণার পর দেখা যায় মাত্র ষাটটিতে জয় এসেছে গেরুয়া শিবিরের পক্ষে। দেখা যাচ্ছে, বিজেপির বেশিরভাগ বিধায়ক উত্তরবঙ্গ থেকে উঠে এসেছেন। দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের সাংসদদের রিপোর্ট কার্ডও অনেক ভালো। তবে রাজ্যজুড়ে সার্বিক বিচারে কিন্তু বিজেপির ফলাফল আশানুরূপ হয়নি। বিশেষ করে এক্ষেত্রে বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীর সাংসদীয় এলাকার কথা বলতে হয়।

কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর রায়গঞ্জ লোকসভা আসনের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রে ফল খারাপ হয়েছে বিজেপির। যেখানে লোকসভা ভোটে চারটি আসনে বিজেপি এগিয়েছিল, বিধানসভা ভোটে সেখানে জয় পেয়েছে দুটিতে। অন্যদিকে আরেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তাঁর লোকসভা কেন্দ্রে যেখানে সাতটি বিধানসভাতেই এগিয়েছিলেন, সেখানে বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে মাত্র দুটি আসন পেয়েছেন তিনি আসানসোল দক্ষিণ এবং কুলটি। তবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, বাবুল সুপ্রিয়কে যেহেতু টালিগঞ্জের প্রার্থী করা হয়েছে এবং আসানসোলে তৃণমূল থেকে আসা জিতেন্দ্র তিওয়ারি সহ অন্যান্য নেতাদের প্রার্থী করা হয়েছিল যা মানুষ ভালোভাবে নেয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাণাঘাট, বনগাঁ এবং কোচবিহারের ফল তুলনামূলকভাবে অনেক ভালো হয়েছে। আর তাই জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুর এবং নিশীথ প্রামাণিকের কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সংসদীয় এলাকায় একটিমাত্র আসনে জয় পেয়েছে বিজেপি। পাশাপাশি মেদিনীপুরেও খারাপ ফল করেছে বিজেপি। তাই নিয়েও গেরুয়া শিবিরের তীব্র অস্বস্তি সামনে এসেছে। সব মিলিয়ে এই মুহূর্তে গেরুয়া শিবিরের অন্দরে চলছে ব্যাপক হিসেব-নিকেশ। কে পেতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা, তা নিয়ে চলছে ব্যাপক চর্চা।

পাশাপাশি জানা যাচ্ছে রাজ্যের সাধারণ সম্পাদকদের নিজেদের এলাকার পাশাপাশি এবার থেকে রাজ্যের অন্যান্য এলাকার দায়িত্ব দেওয়া হবে। যেভাবে লকেট চ্যাটার্জিকে ইতিমধ্যেই তাঁর কেন্দ্র হুগলি ছাড়া আরামবাগ, উত্তর 24 পরগনা এবং বসিরহাটের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। তবে গেরুয়া শিবিরে প্রবল গুঞ্জন, আগামী দিনে হয়তো রাজ্য বিজেপির সভাপতির মুখ বদল হতে চলেছে। তবে এই মুহূর্তে গেরুয়া শিবিরে আলোচনা যাই হোক না কেন সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। সেক্ষেত্রে আগামী জুন মাসের পরে বড়সড় রদবদল হতে পারে রাজ্য গেরুয়া শিবিরে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!