এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কেন্দ্রীয় মন্ত্রী নিশীথকে চাপে ফেলতে একজোট কংগ্রেস-তৃণমূল, অস্বস্তিতে বিজেপি, সরগরম সংসদ!

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথকে চাপে ফেলতে একজোট কংগ্রেস-তৃণমূল, অস্বস্তিতে বিজেপি, সরগরম সংসদ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর তারপর থেকেই সেই নিশীথ প্রামাণিককে নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায় থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, এই কেন্দ্রীয় মন্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। যেখানে বাংলাদেশের গাইবান্ধা জেলার বাসিন্দা সদ্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া নিশীথ প্রামাণিক বলে অভিযোগ উঠতে শুরু করে।

স্বাভাবিকভাবেই তিনি কি আদৌ ভারতবর্ষের নাগরিক, তা নিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হয়। আর এই পরিস্থিতিতে সংসদের অধিবেশন শুরু হতেই এই ব্যাপারে কেন্দ্রের বিজেপি সরকারকে চেপে ধরল পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস। যার জেরে ব্যাপক চাপের মুখে পড়ে গেল ভারতীয় জনতা পার্টি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার থেকে বাদল অধিবেশন শুরু হয়। আর সেই বাদল অধিবেশনেই কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ব্যাপারে প্রশ্ন ছুঁড়ে দেয় তৃণমূল কংগ্রেস।

যেখানে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, “নিশীথ বাংলাদেশের নাগরিক বলে যে অভিযোগ উঠেছে, তা সত্যি কিনা!” আর এর পরেই তৃণমূল সাংসদের এই বক্তব্যে সমর্থন জানাতে দেখা যায় কংগ্রেসকে। যেখানে তারাও এই ব্যাপারে তদন্তের দাবি তোলে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপের মুখে পড়ে যায় ভারতীয় জনতা পার্টি। পরবর্তীতে বিজেপির পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে ময়দানে নামতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলকে। যেখানে তিনি বলেন, “নিশীথের নাগরিকত্ব নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।” তবে বিজেপির পক্ষ থেকে এই বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করা হলেও, বিজেপি বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত কংগ্রেস থেকে তৃণমূল যে নিশীথ প্রামানিককে চাপে রাখতে সংসদে কার্যত একজোট হয়ে গিয়েছে, তা এদিনের অধিবেশন থেকেই স্পষ্ট হয়ে গেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, নিশীথ প্রামাণিকের চোখ দিয়েই বাংলার মত রাজ্য দেখতে চাইছেন অমিত শাহ। আর সেই কারণেই তাকে নিজের দপ্তরের ডেপুটি করে নিয়েছেন তিনি। অর্থাৎ বাংলার তৃণমূল সরকারকে চাপে রাখতে যে অমিত শাহের প্রধান তুরুপের তাস নিশীথ প্রামাণিক, তা কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণে নিশীথ প্রামাণিকের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হওয়ার ঘটনাতেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল।

তবে এরপর থেকেই সেই কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিককে চাপে রাখতে তৎপর হয়ে ওঠে তৃণমূল কংগ্রেস। যেখানে তার নাগরিকত্ব নিয়ে তোলা হয় প্রশ্ন। আর এবার সংসদের অধিবেশন শুরু হতেই এই বিষয় নিয়ে শাসক বনাম বিরোধীদের তরজা ভয়াবহ আকার ধারণ করল। আগামী দিনে যে এই বিষয়কে কেন্দ্র করে সংসদ ভবন আরও বেশি করে উত্তপ্ত হয়ে উঠবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, এই ব্যাপারে নিশীথ প্রামানিকের পক্ষ থেকে কি বিবৃতি দেওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!