এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের দাবি, উত্তাল অধিবেশন! জোর চাঞ্চল্য!

কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের দাবি, উত্তাল অধিবেশন! জোর চাঞ্চল্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা বিভিন্ন বিষয়ে সরকারকে চেপে ধরতে শুরু করেছে মাঝেমধ্যেই বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভের কারণে মুলতুবি হয়ে যাচ্ছে অধিবেশন। আর এবার লখিমপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে ফের উত্তাল হয়ে উঠল সংসদ। যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবিতে সরব হলো বিরোধীরা। যাকে কেন্দ্র করে ব্যাপক হই হট্টগোল তৈরি হয়। আর তারপরেই মুলতুবি হয়ে যায় অধিবেশন।

সূত্রের খবর, আজ লখিমপুরের ঘটনায় সংসদে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস। আর তারপরেই এই বিষয়ে বলতে ওঠেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কিন্তু সেখানে তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। যার পরিপ্রেক্ষিতে বিরোধীদের পক্ষ থেকে ব্যাপক প্রতিবাদ জানানো হয়। আর তারপরেই মুলতবি করে দেওয়া হয় সংসদের অধিবেশন। স্বভাবতই নিত্যনৈমিত্তিক ভাবে আজকেও সংসদের অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার কারণে যথেষ্ট চাপে পড়ে গেল কেন্দ্র বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!