এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রীয় মন্ত্রীর প্রতি আপত্তিকর আচরণের অভিযোগে এবার কঠোর শাস্তি তৃণমূল সাংসদ শান্তনু সেনকে

কেন্দ্রীয় মন্ত্রীর প্রতি আপত্তিকর আচরণের অভিযোগে এবার কঠোর শাস্তি তৃণমূল সাংসদ শান্তনু সেনকে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল রাজ্যসভায় কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগে সম্পূর্ণ বাদল অধিবেশনে রাজ্যসভা থেকে বরখাস্ত করা হলো তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। আজ উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু তাঁকে বরখাস্ত করেছেন। এ প্রসঙ্গে উপরাষ্ট্রপতি জানালেন, শান্তনু সেন যে আচরণ করেছেন তা অসাংবিধানিক।

গতকাল বৃহস্পতিবার রাজ্যসভায় কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো যখন পেগাসাস নিয়ে বক্তব্য রাখতে শুরু করেন। তখন তাঁর হাত থেকে হঠাৎ বক্তব্যের কাগজ ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। এর পরেই তাঁর বিরুদ্ধে প্রচণ্ড ক্ষুব্ধ হন বিজেপি সাংসদেরা। গতকাল তৃণমূল সাংসদ শান্তনু সেন কাগজ ছিড়ে ফেলে তা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ন সিংহের দিকে ছুঁড়ে দিয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনায় অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি। এরপর আজ অধিবেশন শুরু হওয়ার পূর্বে রাজ্যসভার বিরোধীদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তিনি প্রশ্ন করেছেন, কি উদ্দেশ্যে বারবার সংসদ অচল করে দেয়া হচ্ছে? এরপর বিজেপির পক্ষ থেকে শান্তনু সেনের বিরুদ্ধে বরখাস্তের প্রস্তাব আনা হয়েছিল। সেই প্রস্তাব মঞ্জুর করেন উপরাষ্ট্রপতি।

এসময় তৃণমূলের পক্ষ থেকে পয়েন্ট অব অর্ডার তোলার চেষ্টা করা হলেও, তা শেষপর্যন্ত সম্ভব হয়নি। এরপর তৃণমূল সাংসদদের হট্টগোলের কারণে বেলা বারোটা পর্যন্ত রাজ্যসভা মুলতবি করে দেয়া হয়। এভাবে পুরো বাদল অধিবেশন থেকে রাজ্যসভায় বরখাস্ত করে দেয়া হলো তৃণমূল সাংসদ শান্তনু সেনকে কেন্দ্রীয় মন্ত্রীর প্রতি আপত্তিকর আচরণের অভিযোগে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!