এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কেন্দ্রীয় নেতৃত্বের ডাক রাহুল সিনহাকে! প্রতিবাদে রাস্তায় শুয়ে বিক্ষোভ অনুগামীদের! জোর চাঞ্চল্য

কেন্দ্রীয় নেতৃত্বের ডাক রাহুল সিনহাকে! প্রতিবাদে রাস্তায় শুয়ে বিক্ষোভ অনুগামীদের! জোর চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি বিজেপির কেন্দ্রীয়স্তরে সংগঠনের ক্ষেত্রে ব্যাপক রদবদল হয়েছে। যেখানে তৃণমূলের প্রাক্তন সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায় ও প্রাক্তন সাংসদ অনুপম হাজরাকে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ জায়গা। মুকুল রায়কে সহ-সভাপতি করে বিজেপি যেমন তার গুরুত্ব অনেকটাই বৃদ্ধি করেছে, ঠিক তেমনই অনুপাম হাজরা কে কেন্দ্রীয় সম্পাদকের দায়িত্বে বসানো হয়েছে। অর্থাৎ এতদিন যে কেন্দ্রীয় সম্পাদকের দায়িত্বে ছিলেন বাংলার রাহুল সিনহা, তাকে সরিয়ে সেখানে তৃণমূল থেকে আগত অনুপম হাজরাকে দেওয়া হয়েছে দায়িত্ব। আর এই তালিকা প্রকাশ্যে আসতে না আসতেই তা নিয়ে সরব হতে দেখা যায় বিজেপির রাহুল সিনহাকে। চল্লিশ বছর ধরে বিজেপির সেবা করার পুরস্কার পেলেন তিনি বলে দলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে। যা নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে।

স্বভাবতই বিজেপির রাহুল সিনহা এই ধরনের মন্তব্য করায় তিনি দলত্যাগ করলে তার ব্যাপক প্রভাব যে বিজেপিতে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে সম্প্রতি বাংলাকে নিয়ে বিজেপির বৈঠকে সেই রাহুল সিনহাকে ডেকে পাঠিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু রাহুল বাবুকে কেন্দ্রের পক্ষ থেকে ডাকা হলেও, তার বিরোধিতা করে কেন তিনি দিল্লি যাচ্ছেন! এই প্রতিবাদে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলেন সেই রাহুল সিনহার অনুগামীরা। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, অনুপম হাজরাকে কেন্দ্রীয় সম্পাদকের দায়িত্ব দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ক্ষোভ দেন রাহুল সিনহা। যেখানে তিনি বলেন, “40 বছর ধরে বিজেপির সেবা ও দলের একজন সৈনিক হিসেবে কাজ করে এসেছি। জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করার পুরস্কার এটাই যে, তৃণমূল কংগ্রেসের নেতা আসছেন। তাই আমাকে করতে হবে। এর থেকে বড় দুর্ভাগ্যের কিছু হতে পারে না। পার্টি যে পুরস্কার দিল, সেই পুরস্কারের পক্ষে বিপক্ষে কিছু বলতে চাই না। আমি যা বলার দশ বারো দিনের মধ্যে বলব এবং আমার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই এর ফলে সেই রাহুল সিনার রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু এবার তিনি দিল্লি যেতে উদ্যোগী হতেই যেভাবে তার অনুগামীরা রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলেন, তাতে পরোক্ষে রাহুলবাবুর চাপ অনেকটা বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকে বলছেন, একদিকে রাহুল সিনহার কর্মীদের প্রতি দায়বদ্ধতা যেমন রয়েছে, ঠিক তেমনই রয়েছে দলের প্রতি দায়বদ্ধতা। আর যেভাবে দলীয় কর্মীরা পদ না দেওয়ার পর তার দিল্লি যাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন, তাতে রাহুল সিনহা উভয় সঙ্কটে পড়লেন বলেই দাবি একাংশের।

যদি নিজের অনুগামীদের বিক্ষোভের কারণে তিনি দিল্লিতে গিয়ে প্রশ্নের মুখে পড়েন, তাহলে তাকে আরও অসুবিধায় পড়তে হবে। যার প্রভাব রাহুল সিনহার উপর মারাত্মকভাবে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। কেননা বিজেপি গঠনতান্ত্রিক এবং শৃঙ্খলা পরায়ন দল। সেদিক থেকে তাকে যেভাবে দলীয় নেতৃত্ব ডেকে পাঠালেন, যেভাবে তাকে বাদ না দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করা হল, তা আরও বেশি করে গেরুয়া শিবির অস্বস্তিতে ফেলে দেবে। সব মিলিয়ে এখন রাহুল সিনহার এই দিল্লি সফর তার রাজনৈতিক প্রভাবকে কতটা বৃদ্ধি করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!