কেন্দ্রীয় প্রকল্পে ব্যাপক নয়ছয়, মমতার অস্বস্তি বাড়ালেন প্রাক্তন সাংসদ! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য March 22, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে, সেটাকে এই রাজ্যে লাগু করা হয় না। আর কেন্দ্রের পক্ষ থেকে যে সমস্ত টাকা আসে, তা তছরুপ করা হয় বলে অভিযোগ বিরোধীদের। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার কেন্দ্রের চালু করা জল জীবন মিশন নিয়ে রাজ্যে কি দুর্নীতি চলছে, তার পর্দা ফাঁস করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে দিলীপবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “জল জীবন মিশনের জন্য মোদী সরকার হাজার হাজার, কোটি কোটি টাকা পাঠাচ্ছে। সেসব কোথায় গেল? সমস্ত ভুল প্ল্যানিং করা হচ্ছে, পাইপ লেগে গেল জল পৌঁছচ্ছে না। অর্ধেক টাকা লুট হয়ে যাচ্ছে, নিম্নমানের সামগ্রী। অযোগ্য লোকেদের দিয়ে কাজ করানো হচ্ছে। টাকা লুট হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে কোনোদিন জলের ক্রাইসিস দূর হবে না।” আপনার মতামত জানান -