এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের কারচুপি রুখতে অভিনব উদ্যোগ শুভেন্দুর ,জেনে নিন !

কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের কারচুপি রুখতে অভিনব উদ্যোগ শুভেন্দুর ,জেনে নিন !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যকে অর্থ দেওয়া হচ্ছে না বলে প্রায়শই অভিযোগ করতে দেখা যাচ্ছে রাজ্য সরকারকে। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাজ্যকে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি এই ক্ষেত্রে বেশকিছু শর্ত মানা নির্দেশ দেওয়া হয়েছে আর এবার সেই শর্ত লংঘন করলে ইমেইল মারফত তার কাছে ছবি পাঠানো যেতে পারে বলে অভিনব উদ্যোগ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে নিজের ইমেইল আইডি দিয়ে সকলের কাছে বিষয়টি তুলে ধরলেন তিনি।

সূত্রের খবর, এদিন রাজ্য বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই এই বিষয়টি তুলে ধরেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করে বলে দিয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের নাম লিখতে হবে। যদি তা লেখা না হয়, তাহলে আমার ইমেইল আইডি আমি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেব। সেখান থেকে যে এলাকায় কেন্দ্রীয় প্রকল্পের নাম লেখা হবে না, তার ছবি তুলে উক্ত ব্যক্তি তার ফোন নম্বর দিয়ে আমার ইমেইল আইডিতে পাঠিয়ে দিতে পারেন। 24 ঘন্টার মধ্যে আমি এই ব্যাপারে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অভিযোগ জানাব।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি কেন্দ্রীয় প্রকল্পে যে রাজ্যের বাড়বাড়ন্ত চলবে না, তা স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!