এখন পড়ছেন
হোম > Uncategorized > কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের মেয়াদ বৃদ্ধি! লাগাতার কটাক্ষের জবাব দিলেন দিলীপ ঘোষ!

কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের মেয়াদ বৃদ্ধি! লাগাতার কটাক্ষের জবাব দিলেন দিলীপ ঘোষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সিবিআইয়ের আধিকারিকদের চাকরির মেয়াদ বাড়ানো হবে। যেখানে দুই বছর থেকে বাড়িয়ে সেই মেয়াদ করা হয়েছে পাঁচ বছর। আর তারপরেই এই বিষয়ে সরব হতে শুরু করেছে একাংশ। লাগাতার কটাক্ষ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। তবে এবার এই গোটা বিষয়ে সমালোচনার জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, আজ সকালে প্রাতঃভ্রমণে বের হন দিলীপ ঘোষ। আর সেখানেই তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হেভিওয়েট এই বিজেপি নেতা বলেন, “যোগ্য আধিকারিকদের মেয়াদ বাড়ানোতে কোনো দোষ নেই। এই রাজ্যেও আধিকারিকদের মেয়াদ বাড়িয়ে কাজে রাখা হচ্ছে। সব দপ্তরেই রিটায়ার্ড লোকেদের ভিড়। নতুন জব ক্রিয়েশন হচ্ছে না। নতুন নিয়োগ হচ্ছে না। রাজ্যের পরিস্থিতি একবার দেখুন। তবে কেন্দ্রের পক্ষ থেকে যোগ্য লোকদের রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অন্যায়ের কিছু নেই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা। এক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপির কথা মতো চলছে বলেও অভিযোগ করতে দেখা গেছে একাংশকে। আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইডি এবং সিবিআই অধিকারীদের মেয়াদ বৃদ্ধি নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছিল। আর এবার সেই সমালোচনার জবাব দিলেন দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!