এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান প্রকল্প দিলে কোনো আপত্তি নেই” – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

“কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান প্রকল্প দিলে কোনো আপত্তি নেই” – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য বনাম কেন্দ্রের দ্বৈরথ নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে কেন্দ্রের পক্ষ থেকে নানা প্রকল্প রাজ্যে লাগু করার কথা বলা হলেও, তার বিরোধিতা করতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। যার ফলে কেন্দ্র এবং বাংলার সরকারের মধ্যে নিত্যনতুন তরজা সৃষ্টি হয়েছে। “বেটি বাঁচাও বেটি পড়াও” প্রকল্প থেকে শুরু করে “আয়ুষ্মান ভারত” কেন্দ্রের পক্ষ থেকে নানা প্রকল্প চালু হলেও, রাজ্য সরকার তা নিজেদের স্বার্থে লাগু করছে না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন বিজেপি নেতারা।

যার ফলে নানা সময়ে পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্য নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল। চিকিৎসা ব্যবস্থায় কেন্দ্রের পক্ষ থেকে নতুন দিগন্তের সৃষ্টি করা আয়ুষ্মান ভারত কেন রাজ্যে লাগু করা হচ্ছে না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তবে অবশেষে কেন্দ্রের পক্ষ থেকে এই “আয়ুষ্মান ভারত” প্রকল্প দিলে রাজ্যের কোনো আপত্তি নেই বলে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এতদিন আয়ুষ্মান ভারত প্রকল্পের ব্যাপারে তিনি কোনো কিছু না বললেও, হঠাৎ করে এই প্রকল্পের ব্যাপারে কেন তিনি সম্মতি জ্ঞাপন করলেন, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

সূত্রের খবর, এদিন পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই রাজ্যের তরফ থেকে চালু করা খাদ্যসাথী প্রকল্প সম্পর্কে বলতে দেখা যায় তাকে। মুখ্যমন্ত্রী বলেন, “প্রায় 10 কোটি মানুষকে রেশন খাদ্য সরবরাহ করা হচ্ছে। যাদের ডিজিটাল কার্ড হয়নি, তাদের স্পেশাল কুপন দেওয়া হচ্ছে। প্রত্যেক প্রশাসনিক আধিকারিকদের দায়িত্ব নিয়ে প্রত্যেকটা বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে।” আর এরপরই “আয়ুষ্মান ভারত” নিয়ে নিজেদের অবস্থান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান প্রকল্প দিলে কোনো আপত্তি নেই। তারা সম্পূর্ণ নিজের টাকায় করুক। এই প্রকল্পে কেন্দ্রীয় 60% দেবে, রাজ্য 40% দেবে। রাজ্য সরকার 100% দিয়ে স্বাস্থ্যসাথী করছে। তাহলে অন্য আরেকটি প্রকল্প কেন? কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান প্রকল্প চালু করতেই পারে। কিন্তু 100% টাকাই তাদের দিতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন। বর্তমানে রাজ্য কেন্দ্রের পক্ষ থেকে উন্নয়নমূলক প্রকল্প চালু করার চেষ্টা করলেও, তৃণমূল সরকার তা চালু করতে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে মা মাটি মানুষের সরকারের দিকে। কিন্তু সেই অভিযোগ যাতে না ওঠে, তার জন্য কেন্দ্রের পক্ষ থেকে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হলেও, তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, উন্নয়নের ক্ষেত্রে তিনি কেন্দ্র বিরোধী মনোভাব পোষণ করেন না। তবে পাশাপাশি তিনি এটাও বুঝিয়ে দিলেন যে, কেন্দ্র যদি চায়, তাহলে নিজেদের টাকায় রাজ্যকে এই উন্নয়ন পরিষেবা দিতেই পারে।

কিন্তু রাজ্য সরকার যখন সম্পূর্ণ টাকা খরচ করে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষকে সুবিধা পাইয়ে দিচ্ছে, তখন কেন্দ্র আয়ুষ্মান ভারত এনে কেন সম্পূর্ণ টাকা তাতে দিচ্ছে না! কেন সেখানে রাজ্য সরকারকে টাকা দিতে হবে, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বাংলার প্রশাসনিক প্রধান। অর্থাৎ তিনি এই কথা বলে বুঝিয়ে দিতে চাইলেন, রাজ্য সরকার সম্পূর্ণ টাকা দিয়ে বাংলার মানুষের পাশে দাঁড়ালেও কেন্দ্রীয় সরকার কিছু টাকা দিয়ে বাকি টাকা রাজ্য সরকারকে দিতে বলে এই প্রকল্পের মধ্যে দিয়ে বাংলার মানুষের মন জয় করার চেষ্টা করছেন। তবে তিনি যে এটাতে মোটেই রাজি নন, তা এদিনের প্রশাসনিক বৈঠক থেকে কার্যত স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মত রাজনৈতিক মহলের। তবে বাংলার মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবে কেন্দ্রের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!