এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা কেমন, মমতা- অভিষেকের ওপরেই সবটা ছাড়লেন সুকান্ত!

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা কেমন, মমতা- অভিষেকের ওপরেই সবটা ছাড়লেন সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বর্তমানে একের পর এক হেভিওয়েটকে গ্রেফতার করতে শুরু করেছে। সিবিআইয়ের পক্ষ থেকে যখন গ্রেপ্তার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে, ঠিক তার আগে ইডির পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আর এই পরিস্থিতিতে গোটা ঘটনা নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি, ঠিক তখনই বহু বছর আগের একের পর এক তদন্তের কথা তুলে ধরে সিবিআইয়ের সঙ্গে সেটিংয়ের ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির দিলীপ ঘোষ। আর তার পরিপ্রেক্ষিতেই মন্তব্য করতে গিয়ে সিবিআই এবং ইডি কেমন কাজ করছে, তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন বলে জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আমি এটা বলতে পারি, এই মুহূর্তে সিবিআই এবং ইডি কেমন কাজ করছে বা কিভাবে কাজ করছে, তা আমাদের রাজ্যের দুজন বলতে পারবেন। একজন মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যজন অভিষেক বন্দ্যোপাধ্যায়।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে তৃণমূলের ওপর চাপ বৃদ্ধি করেছে এবং তার ফলে যে তৃণমূল যথেষ্ট চাপে, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন বিজেপির রাজ্য সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!