এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বিচারিতা! শুভেন্দুর চাপ বাড়ালেন কুনাল!

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বিচারিতা! শুভেন্দুর চাপ বাড়ালেন কুনাল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলেই প্রতিহিংসাপরায়ন হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এই অভিযোগ বিরোধীদের দীর্ঘদিনের। সবথেকে বেশি পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। সারদা থেকে শুরু করে নারদা, বিভিন্ন ঘটনায় অনেক বিজেপি নেতার নাম থাকলেও, তাদেরকে রেহাই দেওয়া হচ্ছে বলে অভিযোগ ঘাসফুল শিবিরের। আর এই পরিস্থিতিতে সম্প্রতি নারদা কান্ডে ইডির পক্ষ থেকে একটি চার্জশিট পেশ করা হয়েছে আদালতে।

যেখানে একাধিক রাজনৈতিক নেতার নাম থাকার পাশাপাশি এক আইপিএস কর্তার নাম রয়েছে। যাদেরকে নারদ কান্ডে ভিডিও ফুটেজে দেখা গিয়েছে। কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই সময়ে ভিডিও ফুটেজে শুভেন্দু অধিকারীকে দেখা গেলেও কেন সেই চার্জশিটে তার নাম নেই, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দ্বিচারিতা করছে বলেও অভিযোগ করলেন তিনি।

সূত্রের খবর, আজ সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের কুণাল ঘোষ। আর সেখানেই নারদা কান্ডে ইডির চার্জশিট নিয়ে মন্তব্য করেন তিনি‌। এদিন এই প্রসঙ্গে কুনালবাবু বলেন, “নারদ মামলার তদন্তে ইডি আদালতে চার্জশিট পেশ করেছে। কিন্তু সেই চার্জশিটে শুভেন্দু অধিকারীর নাম নেই কেন? বিজেপি করলেই কি ছাড় পেয়ে যাবে? শুভেন্দু অধিকারীকেও ভিডিও ফুটেজে দেখা গিয়েছে। কেন তার নাম চার্জশিটে থাকবে না? সম্পূর্ণ দ্বিচারিতা করা হচ্ছে। পুরোটাই দু-মুখো নীতি।” অর্থ্যাৎ গোটা বিষয়ে আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। এক্ষেত্রে যারা বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি করেছেন, তাদের নাম শুধুমাত্র চার্জশিটে রাখা হয়েছে বলে অভিযোগ করলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, তৃতীয়বার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই নারদা কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়। যেখানে গ্রেফতার করা হয় রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী সহ এক তৃণমূল বিধায়ক এবং এক প্রাক্তন মন্ত্রীকে। আর সেই সময় থেকেই তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, শুভেন্দু অধিকারীকে নিয়ে। রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপির অন্যতম নেতা হওয়ার কারনেই কি তাকে ছাড় দিয়ে দেওয়া হল, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করে প্রশ্ন। যার জেরে অনেকটাই চাপের মুখে পড়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এবার ইডির পক্ষ থেকে আদালতে চার্জশিট জমা দিতেই সেই বিতর্ক আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!