এখন পড়ছেন
হোম > রাজ্য > কেন্দ্র আর রাজ্যের চাপানউতোরে ডব্লিউবিসিএস (এগজিকিউটিভ) আধিকারিকের ‘ভবিষ্যৎ’ নিয়ে জল্পনা !

কেন্দ্র আর রাজ্যের চাপানউতোরে ডব্লিউবিসিএস (এগজিকিউটিভ) আধিকারিকের ‘ভবিষ্যৎ’ নিয়ে জল্পনা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একজন ডব্লিউবিসিএস অফিসার তাঁর ৮ বছরের কর্মজীবনের পর আইএএস অফিসার হিসেবে পদোন্নতি লাভের সুযোগ পেয়ে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে অনেককেই এই পদোন্নতির জন্য ২৭ থেকে ২৯ বছর ডব্লিউবিসিএস অফিসার হিসেবে কাজ করার পরেই তাদের এই ছাড়পত্র মেলে। বার্ষিক মূল্যায়ন রিপোর্ট বা এসিআর ভালো হলে যেমন এই পদোন্নতির কাজ কাজ ত্বরান্বিত হয়, তেমনি পিছিয়ে যায় ভিজিলান্স বা বিচার বিভাগীয় তদন্ত চললে। ডব্লিউবিসিএস অফিসারদের এই পদোন্নতির উর্দ্ধসীমা সম্প্রতি ৫৪ বছর থেকে বাড়িয়ে ৫৬ বছর করা হয়েছে।

প্রতি বছরের জানুয়ারি মাসে যোগ্যতা অনুযায়ী রাজ্যের ডব্লিউবিসিএস অফিসরদের নাম কেন্দ্রের ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং বা ডিওপিটিতে পাঠায় রাজ্য। সাধারণত এক মাসের মধ্যেই এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্র রাজ্যকে বিষয়টি জানিয়ে দেয়। এ বছরের জানুয়ারী মাসেও ১০ জন ডব্লিউবিসিএস আধিকারিকের নাম কেন্দ্রের কাছে পাঠানো হলেও কেন্দ্রের পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত কোন নির্দেশ আসেনি।

এর কারণ হিসেবে আইএএস অফিসারদের কেন্দ্রীয় সরকারের ডেপুটেশন পাঠানো নিয়ে রাজ্যের গাছাড়া মনোভাবকে দায়ী করেছে অনেকে। বেশকিছু প্রশাসনিক আধিকারিকদের মতে, গত ২০১৯ সালে ১০ জন অফিসার অবসর নেবার কারণে এবারে ১০ জন ডব্লিউবিসিএস অফিসারের পদোন্নতির কথা ছিল। এ কারণে ১৯৯১ এর ব্যাচের ১০ জন আধিকারিকের নাম পাঠানো হয়। কিন্তু কেন্দ্র-রাজ্যের চাপানউতোরে তাদের পদোন্নতির প্রক্রিয়া রুদ্ধ হয়ে গেছে। ফলে চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে। এ প্রসঙ্গে তাঁরা জানিয়েছেন, তাঁদের পদন্নতি আটকে গেলে তাদের পরবর্তী আধিকারিকদের পদোন্নতিও পিছিয়ে যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, ডেপুটেশনে আধিকারিকদের নাম না থাকলে আধিকারিকরা সর্বভারতীয় কোন পদের অধিকারী হন না। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্যে সম্প্রতি আধিকারিকদের সংখ্যা কম থাকায়, সময় মত তাদের ছাড়তে পারে নি রাজ্য। তাই রাজ্যের উপর চাপ বাড়াতে কেন্দ্র এমন পদক্ষেপ নিয়েছে বলে অনেকে মনে করছেন। সম্প্রতি রাজ্যে আইএএস অফিসার ক্যাডার আছেন ৩৭৮ জন, তার মধ্যে ১১৫ জন আছেন প্রমোশনাল কোটায়। এদের থেকেই ১০ জন আধিকারিকের নাম কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল।

গত বছরেও ডব্লুবিসিএস অফিসারদের পদোন্নতিতে সমস্যার সৃষ্টি হয়েছিল। সে ক্ষেত্রেও কেন্দ্রের কাছে অফিসারদের নাম পাঠানো নিয়ে রাজ্যের ঢিলেঢালা মনোভাবকে দায়ী করা হয়েছিল। তবে সে সময় রাজ্যের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছিল যে, পরবর্তীতে এ বিষয় নিয়ে কোন সমস্যা হবে না। কিন্তু সম্প্রতি এমন সমস্যা আবার তৈরি হবার ফলে ১০ জন অফিসারের পদোন্নতি আটকে গেল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!