এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “কেন্দ্র বিনামূল্যে রান্নার গ্যাস না দিলে একটিও ভোট দেবেন না বিজেপিকে।” – নিদান মুখ্যমন্ত্রীর

“কেন্দ্র বিনামূল্যে রান্নার গ্যাস না দিলে একটিও ভোট দেবেন না বিজেপিকে।” – নিদান মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল রান্নার গ্যাস সহ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিলে যোগদান করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে শুরু করে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটারের পদযাত্রায় অংশ গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রার পর এক জনসভায় যোগদান করেন তিনি। সেই জনসভা থেকে প্রবল কটাক্ষ করেন প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় সরকারকে।

শিলিগুড়ির জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানান, বাংলায় প্রচারের পূর্বে প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে যে, রান্নার গ্যাসের দাম কেন এতো বৃদ্ধি পেয়েছে? তেলের দাম কেন এতটা বাড়ছে? ৮৫০ টাকা খরচ করে কেন সিলিন্ডার কিনতে হচ্ছে রাজ্যের মানুষকে? এরপরই প্রধানমন্ত্রীকে তিনি প্রশ্ন করেন যে, তাঁর দাম কত? প্রশ্ন করেন,তিনি বিনামূল্যে কবে গ্যাস দেবেন? এরপর জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানালেন, কেন্দ্রীয় সরকার যদি বিনামূল্যে রান্নার গ্যাস না দেয়, তবে বিজেপিকে একটিও ভোট না দিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল শিলিগুড়ির জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন যে, শুধু পশ্চিমবঙ্গ নয় আসন্ন ৫ টি রাজ্যের বিধানসভা নির্বাচনে বড়সড় ধাক্কা খাবে বিজেপি। পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম, পদুচেরি সমস্ত জায়গায় বিজেপি হারবে। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে জানালেন, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে, মহিলাদের অসম্মান করে তিনি আবার বড় বড় কথা বলছেন। প্রধানমন্ত্রীর প্রতি তাঁর প্রশ্ন, সমস্ত কিছু বিক্রি করে দিয়ে ,তবে কি তিনি সোনার বাংলা গড়বেন? তিনি জানালেন, প্রধানমন্ত্রী করোনার ভ্যাকসিনের মধ্যেও নিজের ছবি দিয়ে রেখেছেন।

প্রধানমন্ত্রীকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী জানালেন যে, গোটা ভারতে একটিই সিন্ডিকেট চলে, যা চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই মুখ্যমন্ত্রী জানান যে, গত লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করেছিল উত্তরবঙ্গে, কিন্তু সেখানে কোন উন্নয়ন করেনি। সমস্ত চা বাগান খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু একটা চা বাগানও খোলেনি।

রাস্তা করেছে তৃণমূল, এখন কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে, তারা রাস্তা তৈরি করবে। এভাবে গতকাল শিলিগুড়ি থেকে কেন্দ্রকে প্রবলভাবে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজও তিনি নামতে চলেছেন কলকাতার রাজপথে। আজ দুপুরে কলেজ স্ট্রিট থেকে শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ মিছিল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!