এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্র চাইলেও নতুন বিধায়কদের অনেকেরই কেন্দ্রীয় নিরাপত্তায় না, কারণ নিয়ে শুরু জল্পনা !

কেন্দ্র চাইলেও নতুন বিধায়কদের অনেকেরই কেন্দ্রীয় নিরাপত্তায় না, কারণ নিয়ে শুরু জল্পনা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  লক্ষ্য ছিল, রাজ্যের ক্ষমতা দখল করা‌। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। তবে পাঁচ বছর আগের ফলাফলের থেকে অনেকটাই ভাল ফলাফল হয়েছে ভারতীয় জনতা পার্টির। 77 টি আসনে জয়লাভ করেছে বিজেপি প্রার্থীরা। তবে দুই সাংসদ বিধায়ক হিসেবে জয়লাভ করলেও এখন বিধায়ক পদে ইস্তফা দিয়ে তারা আবার সাংসদ পদে থাকবেন বলে জানিয়ে দিয়েছেন। আর এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য বিধানসভায় 75 জন প্রতিনিধি রয়েছেন।

তবে ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই বেছে বেছে বিজেপি নেতা কর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। সেদিক থেকে কেন্দ্রের শাসকদল ভারতীয় জনতা পার্টি রাজ্যে দলীয় বিধায়কদের নিরাপত্তা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। কিন্তু জয়লাভ করে অনেক বিধায়ক কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিতে চাইছেন না বলে খবর‌। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। ঠিক কি কারণে বিজেপির জয়লাভ করা এই বিধায়করা নিরাপত্তা ব্যবস্থা নিতে চাইছেন না? এখন সেটাই রহস্যের কারণ হয়ে দাঁড়িয়েছে একাংশের মধ্যে।

বিশেষ সূত্র মারফত খবর, কেন্দ্রীয় নিরাপত্তা-ব্যবস্থা প্রদান নিয়ে বিজেপির সমস্ত বিধায়কের সঙ্গে কথা বলা হয়েছিল। কিন্তু 75 জন বিধায়কের মধ্যে 15 জনের মত বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছেন না। একাংশ বলছেন, যে বিজেপি এত সন্ত্রাস করার অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেই বিজেপির প্রতিনিধিরা কেন্দ্রীয় নিরাপত্তাব্যবস্থা পেয়েও তা কেন প্রত্যাখ্যান করে দিচ্ছেন?

ইতিমধ্যেই এই বিষয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অনেকে বলছেন, লক্ষ্য ছিল ক্ষমতা দখল করা। কিন্তু ক্ষমতা দখল করতে না পেরে বিরোধী আসনে বসার পর থেকেই বিজেপির বিধায়ক তৃণমূল কংগ্রেসে ফিরে যেতে পারে বলে গুঞ্জন তৈরি হয়েছে। সেদিক থেকে যারা কেন্দ্রীয় নিরাপত্তা নিচ্ছেন না, তারা কি ঘাশফুল শিবিরে বাড়াবেন? এখন তা নিয়েই জল্পনা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, শিলিগুড়ির অনেক বিধায়করা কেন্দ্রীয় নিরাপত্তাব্যবস্থা পেয়েও তা গ্রহণ করতে চাইছেন না। কিন্তু কেন এই অবস্থা? এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কোচবিহার থেকে নির্বাচিত বিধায়করা সিকিউরিটি নিয়েছেন। কারণ ওখানে সন্ত্রাসের পরিবেশ রয়েছে। অর্থাৎ যাদের ওপর হামলার আশঙ্কা রয়েছে এবং যাদের বিধানসভা এলাকায় সন্ত্রাস ও হিংসা চলছে, তারাই মূলত কেন্দ্রীয় নিরাপত্তা নিয়েছেন। যেখানে সন্ত্রাস নেই, সেই এলাকার বিধায়করা নিরাপত্তা গ্রহণ করেননি।”

পর্যবেক্ষকদের মতে, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব 75 জন বিধায়ককে সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা দিয়ে নিজেদের দিকে রাখতে বদ্ধপরিকর। অর্থাৎ কোনোভাবেই যাতে তৃণমূলের চাপে তারা ঘাসফুল শিবিরে পা না বাড়ান, তার জন্যই তাদের ওপর যাতে কোনো হামলা না আসে, সেদিকে লক্ষ্য রেখেই কেন্দ্রীয় নেতৃত্বের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা দিতে চাইলেও 15 জন বিজেপি বিধায়ক তা নিতে নারাজ।

তাই সেই সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে এখন কিছুটা হলেও চিন্তায় রয়েছে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সভাপতি এই ব্যাপারে যে যুক্তিই দিন না কেন, ঠিক কি কারণে সব সময় সন্ত্রাসের অভিযোগ করা ভারতীয় জনতা পার্টির এই সমস্ত বিধায়করা কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েও তা প্রত্যাখ্যান করে দিলেন, এখন তা নিয়েই জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!