এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কেন্দ্র সরকারের বেসরকারিকরণ, জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ জলপাইগুড়ি থেকে মালদহে

কেন্দ্র সরকারের বেসরকারিকরণ, জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ জলপাইগুড়ি থেকে মালদহে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ময়দানে নামতে শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় কি কি কর্মসূচি হবে বিজেপির বিরুদ্ধে, তার বার্তা দিয়ে দেওয়া হয়েছে। যার অঙ্গ হিসেবে রবিবার গোটা রাজ্য জুড়েই কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে দলকে প্রতিবাদে সামিল হওয়ার বার্তা দিয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর সেই মত রাজ্যের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সূত্রের খবর, এদিন জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ি শহরে রেল সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ এবং কর্মী সংকোচনের প্রতিবাদে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের চেয়ারম্যান সোমনাথ পাল, কার্যকরী সভাপতি পল্লব দাস সহ অন্যান্যরা। এদিন এই প্রসঙ্গে সোমনাথ পাল বলেন, “জলপাইগুড়ি শহরের মানুষের সঙ্গে রেল পরিষেবা নিয়ে বঞ্চনা করা হচ্ছে। এখানে একের পর এক ট্রেন স্টপেজ তুলে দেওয়া হচ্ছে। তার প্রতিবাদে আমরা দলীয়ভাবে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি।”

এদিকে কলকাতা থেকে ফিরে এসেই কোচবিহারে দলের ঘোষিত কর্মসূচিতে যোগদান জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। জানা গেছে, এদিন বিকেলে কোচবিহার পৌরসভার সামনে থেকে গোটা শহর পরিক্রমা করে তৃণমূলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয়। যেখানে জেলা তৃণমূলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

অর্থ্যাৎ 2021 এর বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণ করে দেওয়া সহ বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস এখন থেকেই পথে নেমে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছানোর চেষ্টা করতে শুরু করেছে। জানা গেছে, এদিন কোচবিহার, জলপাইগুড়ির পাশাপাশি মালদহের বিভিন্ন অঞ্চলে দলের নির্দেশ মত পথসভা এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই প্রসঙ্গে মালদহের তৃণমূল নেতা নবরঞ্জন সিনহা বলেন, “আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সরকারিকরণের প্রতিবাদ করেছি। একইরকম ভাবে হরিশ্চন্দ্রপুরেও কর্মসূচি পালিত হয়েছে।” এদিকে মালদহের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন ব্লক এবং শহর অঞ্চলগুলোতে তৃণমূলের পক্ষ থেকে বিজেপি বিরোধিতার প্রধান ইস্যুগুলোকে তুলে ধরে কর্মসূচি পালন করা হয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বাংলার ক্ষমতা দখল করতে নানা ব্লুপ্রিন্ট সাজাতে শুরু করেছে।

এক্ষেত্রে গেরুয়া শিবিরের কাছে প্রধান অস্ত্র তৃণমূলের দুর্নীতি। কিন্তু সেই বিজেপি হাওয়াকে ফিকে করতে দেশজুড়ে সমস্ত সরকারি সম্পত্তি বিক্রি সহ বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস এখন থেকেই পথে নেমে মানুষের মন থেকে গেরুয়া প্রভাবকে মুছে ফেলার জন্য উদ্যোগী হল। কিন্তু তৃণমূল বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এখন থেকেই লাগাতারভাবে বিজেপির বিরুদ্ধে এই সমস্ত রাজনৈতিক কর্মসূচি করলেও, ভোটবাক্সে এর কি প্রভাব পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!