এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে তৃণমূলের উপরেই কি ভরসা কংগ্রেসের? কংগ্রেসের সঙ্গে আজ বৈঠক মমতার

কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে তৃণমূলের উপরেই কি ভরসা কংগ্রেসের? কংগ্রেসের সঙ্গে আজ বৈঠক মমতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার পর এবার কেন্দ্র থেকেও বিজেপিকে পরাস্ত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে তৃণমূল। লোকসভা নির্বাচনের এখনো তিন বছর দেরি থাকার পরেও এখনি সমস্ত রকম প্রস্তুতি নিতে শুরু করেছে তৃণমূল। তবে, বিজেপির মত সর্বভারতীয় দলের সঙ্গে লড়াই করতে গেলে এককভাবে লড়াই করা যে সম্ভব নয়, তা বিলক্ষণ বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ কারণে বিরোধী মহাজোট গঠনের লক্ষ্য নিয়েছেন তিনি। গতকাল তিনি দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছেন। আর বিজেপিকে তাড়াতে মুখ্যমন্ত্রীর উপরই ভরসা রাখতে দেখা যাচ্ছে কংগ্রেসকে।

আজ একদিকে যেমন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। তেমনি অন্যদিকে তিনি বৈঠক করতে চলেছেন তিনজন হেভিওয়েট কংগ্রেস নেতার সঙ্গে। যারা হলেন কমলনাথ, অভিষেক মনু সিংভি ও আনন্দ শর্মা। সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী যৌথ আন্দোলনের বিষয়ে এই তিন শীর্ষস্থানীয় কংগ্রেস নেতার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই, রাজনৈতিক মহলের দাবি। আবার এই তিন কংগ্রেস নেতার সঙ্গে সুসম্পর্ক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের সঙ্গে মুখ্যমন্ত্রীর সুসম্পর্ক রয়েছে। তিনি কলকাতায় এলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। আবার কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি একের পর এক মামলায় তৃণমূলের আইনজীবী হিসেবে কাজ করেছেন। অন্যদিকে, কংগ্রেস নেতা আনন্দ শর্মার সঙ্গে মুখ্যমন্ত্রীর যথেষ্ট যোগাযোগ রয়েছে। কংগ্রেসের এই তিন শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ ছাড়াও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মুখ্যমন্ত্রীর দ্রুত বৈঠক হতে পারে, এমন একটা সম্ভাবনা তীব্র হয়ে উঠেছে। এদিকে পেগাসাস ইস্যুকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূল নৈকট্য ক্রমশ বাড়তে শুরু করেছে।

আবার, আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একাধিক বিষয়ে তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের উপর থেকে ঋণের বোঝা কম করার দাবি করতে পারেন। তেমনি রাজ্যের পাওনা অর্থ রাজ্যকে দ্রুত মিটিয়ে দেওয়া, রাজ্যে করোনা ভ্যাকসিনের সরবরাহ বৃদ্ধির দাবি করতে পারেন। তেমনি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবি করতে পারেন। পেগাসাস নিয়ে সংসদে আলোচনার দাবিও করতে পারেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!