এখন পড়ছেন
হোম > Uncategorized > কেন আহিরীটোলায় এভাবে ধুলিস্যাৎ হলো বাড়ি? কী বলছেন পুর প্রশাসক ফিরহাদ? আসুন জেনে নিন

কেন আহিরীটোলায় এভাবে ধুলিস্যাৎ হলো বাড়ি? কী বলছেন পুর প্রশাসক ফিরহাদ? আসুন জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ প্রবল বর্ষণের মধ্যে আহিরীটোলাতে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ি। ১০ নম্বর আহিরীটোলা স্ট্রিটের একটি পুরনো বাড়ি আজ সকালে হঠাৎ ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও দমকল। এরপর শুরু হয় উদ্ধারকার্য। এখনো পর্যন্ত ৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো দুজন আটকে আছেন ধ্বংসস্তূপে। যাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে তাদের মধ্যে একজন হলেন অন্তঃসত্ত্বা।

পুরনো এই বাড়ির কাঠের পাটাতন, পাথরের চাঁই খসে পড়েছে। দড়ি ধরে টেনে এগুলিকে সরিয়ে দেবার চেষ্টা চলছে। যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে দুজন গুরুতর আহত। তাদেরকে পাঠানো হয়েছে হাসপাতালে। আরো দুজন ধ্বংসস্তূপে আটকে আছেন বলে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু, শশী পাঁজা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আহিরীটোলার এই বাড়িটি ভেঙে পড়ার কারণ হিসেবে ফিরহাদ হাকিম জানান, কলকাতা পুরসভার সতর্কবার্তা না শোনার কারণেই এই ঘটনা ঘটেছে। কলকাতা পুরসভার সতর্কবার্তা যদি শোনা হতো, তবে এমন ঘটনা ঘটত না। তিনি আরও জানালেন যে, কলকাতাজুড়ে এরকম ১০০ টি বাড়ী রয়েছে। এই বাড়িগুলো যেকোনো সময় ভেঙে পড়তে পারে। মালিক ও ভাড়াটের মধ্যে গন্ডগোল থাকার কারণে মালিকেরা বাড়ির মেরামতের দিকে আগ্রহ দেখাচ্ছে না।

আবার জোর করে উচ্ছেদ করারও কোনো আইন নেই। আবার প্রমোটারের সঙ্গে যোগসাজশ করে উচ্ছেদ করার চেষ্টাও হচ্ছে। তিনি মনে করছেন, আদালত সুরক্ষা দিয়ে যদি তাদেরকে সরিয়ে দেয় ও ভাড়াটের নাম নথিভুক্ত করে, তাদের অনুমতি নিয়ে বাড়ির প্ল্যান অনুমোদন করা হয়, তাহলে কাজ অনেক সহজ হবে। পুরনো বাড়ি গুলি যদি আদালতের সাহায্য নিয়ে ঠিক করা যায় তাহলেই ভালো হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!