এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন আটকে রাজ্যের বড় রেল প্রকল্প, মমতার বিরুদ্ধে সরব অশোক লাহিড়ী!

কেন আটকে রাজ্যের বড় রেল প্রকল্প, মমতার বিরুদ্ধে সরব অশোক লাহিড়ী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিন ধরেই বালুরঘাট হিলি রেল প্রকল্প নিয়ে আশা তৈরি হয়েছে উত্তরবঙ্গের মানুষের মধ্যে। কিন্তু এখনও পর্যন্ত সেই রেল প্রকল্প নিয়ে জটিলতা অব্যাহত। মাঝেমধ্যেই এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দোষ চাপাতে দেখা যায় রাজ্য সরকারকে। তবে এই পরিস্থিতিতে গোটা বিষয়টি বিধানসভায় উত্থাপন করে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী।

সূত্রের খবর, এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বালুরঘাট-হিলি রেল প্রকল্পের বিষয়টি উত্থাপন করেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। যেখানে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু তারপরেও এই প্রকল্পের কাজ এগোতে দেখা যাচ্ছে না। তাই এই ব্যাপারে রাজ্য সরকারকে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করতে হবে।”

এক্ষেত্রে জমির জটিলতা যাতে দ্রুত মেটানো যায়, সেই বিষয়টির ওপর জোর দিয়েছেন এই বিজেপি বিধায়ক। বস্তুত, দীর্ঘদিন ধরেই বালুরঘাট-হিলি রেল প্রকল্প নিয়ে আন্দোলন হয়েছে। আর এবার সেই বিষয়টিই রাজ্য বিধানসভায় উত্থাপন করলেন বিজেপি বিধায়ক। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!