এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন বারংবার আদালতে? বড় রহস্য ফাঁস করলেন দিলীপ ঘোষ!

কেন বারংবার আদালতে? বড় রহস্য ফাঁস করলেন দিলীপ ঘোষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে একাধিক ইস্যুতে আদালতের দরজায় রয়েছে পৌরসভা নির্বাচনের ভবিষ্যৎ। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, সমস্ত পৌরসভার নির্বাচন একসাথে করা হোক। যদিও বা সরকারপক্ষ তাতে রাজি নয়। আর এই পরিস্থিতিতে 19 ডিসেম্বর যখন কলকাতা পৌরসভার নির্বাচন, ঠিক তখনই বিজেপির আবেদনের ভিত্তিতে আজই চূড়ান্ত হয়ে যেতে পারে যে, রাজ্যের সমস্ত পৌরসভার নির্বাচন একসাথে হবে কিনা! স্বাভাবিকভাবেই শাসকদলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, বিজেপি ভোটে জিততে পারবে না। তাই বারবার তারা আদালতে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে কেন তারা বারবার আদালতে যাচ্ছে, সেই ব্যাপারে বড় রহস্য ফাঁস করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কার্যত সরকারপক্ষকে অযোগ্য বলে দাবি করেন তিনি। এদিন এই প্রসঙ্গে মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন, “সরকার অযোগ্য। তাই বারবার আদালতে যেতে হচ্ছে।” একাংশ বলছেন, দিলীপ ঘোষ এই ধরনের কথা বলে শাসক দলকে আরও চাপের মুখে ফেলে দিলেন। তৃণমূলের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে, বিজেপির জনসমর্থন নেই। তাই তারা আদালতে যাচ্ছে। কিন্তু তৃণমূলের সেই অভিযোগ যে মিথ্যে, তা নিজের যুক্তির মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!