এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন বিজেপি ত্যাগ করলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ? জেনে নিন তাঁর বক্তব্য

কেন বিজেপি ত্যাগ করলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ? জেনে নিন তাঁর বক্তব্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই বিজেপিতে ভাঙ্গনের পালা তীব্র হয়ে উঠেছে। মুকুল রায় তৃণমূলে যোগ দেবার পর বিজেপির একাধিক বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন, এমন একটা জল্পনা বারবার শোনা গিয়েছিল রাজনৈতিক মহলে। তৃণমূলের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছিল যে, বিজেপির একের পর এক বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন। এরপর আজ বড় ভাঙ্গন দেখা গেল বিজেপিতে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে তৃণমূলে যোগদান করলেন তিনি।

তৃণমূলে যোগদান করে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য রাখলেন তন্ময় ঘোষ। বিজেপি ছাড়ার কারণ স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি। তিনি অভিযোগ করেছেন, বিজেপি বাংলার সংস্কৃতিই বোঝে না। বিজেপি বাংলার সংস্কৃতিকে কলুষিত করতে চেয়েছে। এ কারণেই মানুষ প্রত্যাখ্যান করেছে বিজেপিকে। বিজেপির সমস্ত জনপ্রতিনিধিদের তিনি বলতে চান যে, তাঁরা এই দলে থেকে মানুষের জন্য কাজ করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যে কর্মযজ্ঞ করছেন, তাতে সকলের সামিল হওয়া উচিত বলে, জানান তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অভিযোগ করেছেন, বাংলার সংস্কৃতি বিরোধী যে কাজ করছে বিজেপি, তার প্রতিবাদ জানাতেই তৃণমূলে যোগদান করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বাংলার মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি জানালেন যে, জনকল্যাণ মূলক কাজের জন্য সমস্ত রাজনৈতিক নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন।

তবে, বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভয় দেখিয়ে এই দলবদল করানো হয়েছে। ইতিপূর্বে তিনি তৃণমূলে ছিলেন। বিষ্ণুপুর
পুরসভার কাউন্সিলর ছিলেন তিনি। বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগদান করেন। জানা যায়, বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের মাত্র ১২ ঘন্টা আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি। এরপর বিজেপি তাঁকে বিষ্ণুপুর থেকে প্রার্থী করেছিল। নির্বাচনে জয়লাভ করে তিনি হয়েছেন বিধায়ক। কিন্তু হঠাৎ বিজেপিতে তাঁর মোহভঙ্গ হলো। তবে বেশ কিছুদিন ধরেই দলের কর্মসূচিতে যোগদান করতে দেখা যাচ্ছিল না তাকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!