এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন দিদির রক্ষা কবচ! মুখ খুলে চমকে দিলেন শুভেন্দু!

কেন দিদির রক্ষা কবচ! মুখ খুলে চমকে দিলেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনকে পাখির যোগ করে এবার নয়া কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। যার নাম দেওয়া হয়েছে, দিদির রক্ষা কবচ। তবে তৃণমূলের সেই কর্মসূচি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। আর এবার কেন এই কর্মসূচির প্রয়োজন হয়ে পড়লো, তা নিয়ে মুখ খুলে তৃণমূলের অস্বস্তি বাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, “তৃণমূল কংগ্রেস খুব ভালো মতো করে জানে, কেষ্ট মন্ডলের ঘটনা, পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনা এবং গরু পাচারের ঘটনায় তাদের গ্রামীণ ভোট ব্যাংক অনেকটাই ধাক্কা খেয়েছে। সেই কারণে এই কর্মসূচি নিয়ে এসে তারা বিধানসভা ভোটের আগে দিদিকে বলোর মত মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে ভোট ব্যাংকের ভারসাম্য রক্ষার জন্যই যে তৃণমূল এই নয়া কর্মসূচি নিতে বাধ্য হয়েছে, তা তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!