এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কেন দলবদল করলেন বাইরন! “ব্যবসায়ী” বলে আক্রমণ দিলীপের!

কেন দলবদল করলেন বাইরন! “ব্যবসায়ী” বলে আক্রমণ দিলীপের!


কেন দলবদল করলেন বাইরন! “ব্যবসায়ী” বলে আক্রমণ দিলীপের!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 এর বিধানসভা নির্বাচনে কার্যত শূন্য হয়ে গেলেও কিছুদিন আগেই সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়লাভ করেন বাইরন বিশ্বাস। যার ফলে বিধানসভায় খাতা খুলতে সমর্থ হয় বাম এবং কংগ্রেস। কিন্তু শেষ পর্যন্ত সেই বাইরণ বিশ্বাস যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আর তারপর থেকেই তাকে উদ্দেশ্য করে বিরোধী শিবির থেকে ধেয়ে আসছে কটাক্ষ। আর এবার সেই বাইরন বিশ্বাসকে ব্যবসায়ী বলে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “বাম এবং কংগ্রেস আবার ছোট পরিবার হয়ে গেল। আসলে বাইরন বিশ্বাস একজন ব্যবসায়ী। তাকে তো বেঁচে থাকতে হবে, সেই কারণে তিনি দলবদল করেছেন।” বিশেষজ্ঞদের মতে, ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে বাইরন বিশ্বাসকে “বিশ্বাসঘাতক” বলে আক্রমণ করা হচ্ছে। আর তার মাঝেই সেই দলবদল করা বিধায়ককে “ব্যবসায়ী” বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। যাকে কেন্দ্র করে তৃণমূলে যোগ দেওয়া বাইরন বিশ্বাস কিছুটা হলেও চাপের মুখে পড়ে গেলেন বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!