এখন পড়ছেন
হোম > জাতীয় > দক্ষিণে পদ্ম ফোটানোর পরে এবার উওর-পূর্বের বড় দায়িত্বে কেরলের বিজেপি সভাপতি

দক্ষিণে পদ্ম ফোটানোর পরে এবার উওর-পূর্বের বড় দায়িত্বে কেরলের বিজেপি সভাপতি


মিজোরামের রাজনীতিতে আপাতত নতুন খবর কুম্মানাম রাজশেখরনের নতুন রাজ্যপালের পদাভিষিক্ত হওয়া। ২৮ মে রাজ্যপালের দায়িত্ব দেওয়া হবে তাকে। জানা যাচ্ছে নির্ভয় শর্মার রাজপাল হিসাবে দায়িত্বের মেয়াদ শেষ হবে ওইদিন। তাঁর আগে ঘোষণা করা হল মিজোরামের নতুন রাজ্যপালের নাম।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ঘটনার সূত্র ধরে এতোদিন বিজেপির প্রেসিডেন্টের দায়িত্বে থাকা কুম্মানামজী সম্পর্কে উঠে এলো আরো কিছু তথ্য। জানা গেছে, ১৯৭০ সাল থেকেই আরএসএস-র কর্মী হিসাবে রাজনীতির অঙ্গনে নেমেছিলেন। তারপর অনেক বন্ধুর পথ অতিক্রম করে ২০১৫ সালের ১৮ ডিসেম্বর পান কেরলের বিজেপি প্রেসিডেন্ট পদটি। ২০১৬ সালে বিজেপি প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ালেন তিনিৃ নেমোমের একটি আসনে জিতেই বিজেপিতে ঢুকেছিলেন তিনি। কুম্মানামই ছিলেন কেরলের বিজেপিশিবরের একমাত্র ভরসাযোগ্য মুখ। আর সে ভরসাতেই মিজোরাম সরকার টেনেছে তাকে উওরপূর্বে গেরুয়া ঝান্ডার ভিতকে আরো মজবুত করতে। সামনেই মিজোরামের বিধানসভা নির্বাচন। সেকথা মাথায় রেখে বিজেপি ঘাঁটিতে আরো শক্ত করতে কুম্মানামকে নেওয়া হল রাজ্যপাল হিসাবে। এমনটাই অনুমান করছে রাজনৈতিক দলের একাংশ।

অন্যদিকে, ওড়িশাতেও নতুন রাজ্যপাল হচ্ছেন অধ্যাপক গণেশি লাল। জানা যাচ্ছে, সত্য পাল মালিকের সময়সীমা শেষ হওয়ায় তাঁর জায়গায় আসতে চলেছেন গণেশি লাল। আপাতত পড়শি রাজ্যে নতুন রাজ্যপালের অভিষেকে সরগরম দেশের রাজনীতি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!