ফের চড়াম চড়াম ভুলে নতুন অবতারে কেষ্ট, জনগনের মন ভোলানোর চেষ্টা- দাবি বিরোধীদের মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজ্য August 11, 2018 রাজ্য রাজনীতিতে কখনও চড়াম চড়াম ঢাক বাজানোর কথা তো কখনও গুড় বাতাসা দিয়ে বিরোধীদের ঠান্ডা করার কথা বলে বহুবার বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে শুধু বিতর্কই নয়, মাঝে মাঝে জনমানসে এমন সব চমক দেখিয়েছেন যাতে হতবাক হয়েছেন অনেকেই। এইতো কদিন আগে বোলপুরে “কলঙ্কিনী রাধার” গানে নাচতে দেখা গিয়েছিল তাঁকে। এবার ফের বীরভূমের মহম্মদবাজারে আদিবাসী দিবসের অনুষ্টানে কোমর দোলাতে দেখা গেল জেলা তৃনমূলের সভাপতি অনুব্রত মন্ডলকে। জানা গেছে, গত 21 জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন, রাজ্যের প্রতিটি জেলায় আদিবাসী দিবস পালন করতে। আর সেইমত তৃনমূলের কেষ্ট গড় বীরভূমেও পালিত হল এই অনুষ্টান। যেখানে উপস্থিত ছিলেন, তৃনমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল, কৃষিমন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায়, বীরভূমের জেলাশাসক মৌমিতা গোধারা বসু, জেলার পুলীশ সুপার কুনাল আগরওয়াল সহ একাধিক আদিবাসী সংগঠনের নেতৃত্বরা। আর সেখানেই মাথায় মুকুট পড়ে ধামসা মাদলের তালে কার্যত নাচতে শুরু করলেন অনুব্রত মন্ডল। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। তবে শুধু নৃত্য প্রদর্শনই নয়, এদিন এই অনুষ্টান থেকে বিজেপিকে কটাক্ষ করে বীরভূমের তৃনমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল বলেন, “ঝাড়খন্ড, ছত্তিশগঢ়ে আদিবাসীদের সম্পত্তি কেড়ে নিচ্ছে বিজেপি সরকার। তাই ওই দলের পাল্লায় পড়বেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের বন্ধু। তাই তাঁর পাশে থাকুন।” অন্যদিকে দলের আদিবাসী নেতাদের বিভিন্ন বাড়িতে গিয়ে বিজেপির কুকীর্তির কথা তুলে ধরার নির্দেশ দিয়েছেন তিনি। তবে এদিন কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃনমূল সরকারের মধ্যে ম্যাসাঞ্জোর জলাধার নিয়ে কাজিয়া সম্পর্কে অনুব্রত মন্ডলকে প্রশ্ন করায় তিনি তা সুকৌশলে এড়িয়ে যান। তবে এদিন বীরভূমের আদিবাসীদের এই অনুষ্টানে তৃনমূলের প্রিয় কেষ্টর এই নাচকে বিরোধীরা অবশ্য ভোট রাজনীতির স্বার্থ হিসাবেই দেখছে। তবে এ প্রসঙ্গে তৃনমূলের বক্তব্য, তৃনমূলকে ভোট রাজনীতি করতে হয় না, সারাবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার যে উন্নয়নের কর্মযজ্ঞ চালাচ্ছে সেটাই ভোট বৈতরনী পার হওয়ার ক্ষেত্রে যথেষ্ঠ। আপনার মতামত জানান -