এখন পড়ছেন
হোম > জাতীয় > “কেষ্টরা এজেন্সিকে ভয় পাবে না ,বিজেপি আমায় ভয় পাচ্ছে”! ময়দানে নেমে বিজেপিকে হুকার মমতার !

“কেষ্টরা এজেন্সিকে ভয় পাবে না ,বিজেপি আমায় ভয় পাচ্ছে”! ময়দানে নেমে বিজেপিকে হুকার মমতার !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-   সম্প্রতি সিবিআইয়ের হতে গ্রেপ্তার হয়েছেন বীরভূমে দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মন্ডল। আর এমত অবস্থায় পার্থর পর অনুব্রত গ্রেপ্তার হতেই শাসকদল তৃণমূলের অবস্থান নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে ব্যাপক শোরগোল । যেখানে শিক্ষক দুর্নীতির মামলায় পার্থকে ইডি গ্রেপ্তার করার পর তাঁকে সরানো হয়েছে মন্ত্রিসভা থেকে এবং খারিজ করা হয়েছে দলের সমস্ত পদ থেকে তবে এবার অনুব্রত মন্ডল সিবিআইয়ের হতে গ্রেপ্তার হতেই তাকে দলের জেলা সভাপতি থেকে অপসারিত করা হবে কিনা সে বিষয়ে জোর জল্পনা চলছিল রাজ্য রাজনীতিতে ।

আর এবার এমত পরিস্থিতিতে দেখা গেলো  গত রবিবার পশ্চিম বেহালায় প্রাক্ স্বাধীনতা দিবসের অনুষ্ঠাননে গিয়ে  মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  সেখানে থেকে অনুব্রতকে নিয়ে মুখ খুললেন । এদিন তিনি জানান আইন আইনের পথে চলবে এর পাশাপাশি অনুব্রতর অনেক প্রশংসা করে বলেন ”ও কিছু চায়নি। সাংসদ, বিধায়ক কিছু হতে চায়নি। আমি ওকে রাজ্যসভায় পাঠাতে চেয়েছিলাম। ও রাজি হয়নি।প্রতি বার নির্বাচনের সময়ে অনুব্রতকে বন্দি করে রাখা হয়েছে। কেষ্টকে জেলে আটকে রাখলে কী হবে? কেউ গ্রেফতার হলেই দোষী প্রমাণিত হয় না। আইন আইনের পথে চলবে।” এছাড়াও এর পাশাপাশি কেন্দ্রীয় বিজেপিকে একহাত নিয়ে তীব্র আক্রমণ করে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়ে মমতা জানান  ”একটা কেষ্টকে আটকে রাখলে, লক্ষ কেষ্ট আসবে। কেষ্টরা এজেন্সিকে ভয় পাবে না। বিজেপি আমায় ভয় পাচ্ছে। তাই রোজ সকাল বিকাল কী ভাবে আমার ইমেজ নষ্ট করবে তার চেষ্টা চালিয়ে যায়।”

অর্থাৎ স্বাভাবিক ভাবেই এদিনের এই মন্তব্যের মাধ্যমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে তৃনমূল কর্মীদের ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে কোনো লাভের লাভ করতে পারবে না বিজেপি এবং এর পাশাপাশি অনুব্রত কে নিয়ে তৃণমূল সুপ্রিমোর এই ধরনের বার্তা জানার পরে নিশ্চিত ভাবেই অনেকটা স্বস্তি পেলেন বলে মত একাংশের। তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!