এখন পড়ছেন
হোম > রাজ্য > সাম্প্ৰীতির অনন্য নাজির দেখা গেলো কেতুগ্রামে,কীর্তনের সাথে ভাসলেন সংখ্যালঘু বিধায়ক

সাম্প্ৰীতির অনন্য নাজির দেখা গেলো কেতুগ্রামে,কীর্তনের সাথে ভাসলেন সংখ্যালঘু বিধায়ক


“একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু-মুসলমান” আবার সাম্প্ৰীতির ছবি দেখলো বাংলা সৌজন্যে কেতুগ্রাম। এদিন গ্রামে হরিনাম সংকীর্তনে সংখ্যালঘু সম্প্রদায়ের হয়েও নাচের তালে পা মেলালেন কেতুগ্রামের বিধায়ক সেখ শাহনেওয়াজ। ঘটনা হলো কেতুগ্রাম বিধানসভার কেতুগ্রাম১ নং ব্লকের মাসুন্দি গ্রামে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান ছিলো, সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেতুগ্রামের বিধায়ক সেখ শাহনেওয়াজ এবং জেলা পরিষদের সদস্য তরুন মুখার্জী৷ সেখানেই হাজির হয়ে মনের আনন্দে হরিনামের খোল ,কর্তালের সাথে নাচের তালে পা মেলালেন বিধায়ক।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে ওই মানুষটি এমনি। সর্বদা মানুষের পাশে থেকে কেতুগ্রামের মানুষের নয়নমনি হয়ে উঠেছেন সেখ শাহনেওয়াজ ৷ গ্রামের মানুষের কথায় তিনি রমজান মাসে রোজা পালন ও কোরানপাঠ সম্পন্ন করেন আবার হিন্দুর নাম সংকীর্তনেও তাঁকে দেখা যায়। শুধু তাই নয় জানা গেছে তাঁর উদ্যোগেই মা মাটি মানুষের সরকার কেতূগ্রামের সতীপীঠের উন্নয়নে প্রায় ২ কোটি টাকা অনুমোদন করেছে৷ কেতুগ্রাম সাম্প্ৰীতির এক অনন্য নাজির গোটা বাংলার কাছে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই কেতুগ্রামেরই দধিয়াতে বৈষ্ণবসাধক গোপাল দাস বাবাজীর তিরোধান দিবসে বৈরাগ্য মেলা অনুষ্ঠিত হয় প্রতিবছর যেটা বাংলার মধ্যে অন্যতম বিখ্যাত সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের পীঠস্থান৷ যদিও কেতুগ্রামে বিগত দিনগুলিতে রাজনৈতিক কারণে অনেক হিংসাজানোকে ঘটনা ঘটেছে। খুন হয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি জাহের সেখ ৷ তবে সেই বোমা-গুলির শব্দ অাজ অার নেই ৷ কেতুগ্রামের পর্যবেক্ষক এবং কেতুগ্রামের বিধায়ক ও মানুষের সম্মিলিত প্রয়াসে বিগত একবছর ধরে একফোঁটা রক্ত ও ঝরেনি ৷ বাতাসে অার বারুদের গন্ধ ও নেই ৷ বিধায়ক সেখ শাহনেওয়াজদাকে কেতুগ্রামের মানুষ অসম্ভব ভালোবাসে৷ হিন্দু হোক বা মুসলিম, হোক না অাদিবাসীর যে কোনো অনুষ্ঠান, শিশুর নামকরন কিংবা ধর্মীয় অনুষ্ঠান৷ সেখা শাহনেওয়াজদাকে থাকতেই হবে ৷ গ্রামবাসীদের কথায় – উনি কাজের মানুষ ক্লান্তহীন সদাহাস্যময় সেখ শাহনেওয়াজদার সম্প্রীতির বার্তা বাংলাকে নতুন করে উদ্যম যোগাবে ৷

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!