এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “কেউ যদি আত্মহত্যা করে তাহলে কিছু বলার নেই৷” – যুব বামকর্মীর মৃত্যুতে রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর প্রতিক্রিয়া

“কেউ যদি আত্মহত্যা করে তাহলে কিছু বলার নেই৷” – যুব বামকর্মীর মৃত্যুতে রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর প্রতিক্রিয়া


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যুব বাম কর্মী মইদুল ইসলাম মিদ্যার অকাল মৃত্যুতে শোরগোল পড়ে গেছে রাজ্যের রাজনৈতিক মহলে। নবান্ন অভিযানে যোগদান করে যেভাবে তাঁর মৃত্যু ঘটেছে, তার বিরুদ্ধে সোচ্চার বাম কংগ্রেস নেতৃত্ব। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন যে, এই মৃত্যু আসলে হলো খুন। তবে, যুব বাম কর্মীর মৃত্যুকে আত্মহত্যা বলেই সাফাই দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, সিপিএম চেয়েছিল যে নবান্ন অভিযানে কারও মৃত্যু হোক।

বাঁকুড়ার বাসিন্দা ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু সম্পর্কে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানালেন যে, যে কোন মৃত্যুই দুঃখজনক, কিন্তু সেদিন যেভাবে গন্ডগোল পাকানোর চেষ্টা করা হয়েছিল, তাতে এ ধরনের দুর্ঘটনা ঘটা অস্বাভাবিক ছিল না। তিনি জানালেন যে, সিপিএম ডেড বডি চাইছিল। তিনি ৫০ বছর ধরে লড়াই করছেন। সিপিএম নেতাদের তিনি হাড়েহাড়ে চেনেন।

পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় দাবি করেছেন যে, সেদিন পুলিশ প্রায় কিছুই করেনি। কেউ যদি আত্মহত্যা করে, তাহলে আর কিছুই বলার থাকেনা। তিনি অভিযোগ করেছেন যে, সিপিএম নেতাদের প্ররোচনার ফলে সেদিন নবান্ন অভিযানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। তবে, পঞ্চায়েত মন্ত্রীর এই বক্তব্য মেনে নিতে পারেননি সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন যে, নবান্নের সাহস হয়নি ছাত্র-যুবকদের কথা শোনার। তাদের ওপর বেধড়ক আক্রমণ করা হয়েছে। জলজ্যান্ত ছেলেকে লাশ বানিয়ে দিয়েছে। তিনি প্রশ্ন করেছেন যে, আর কত লাশ চাই সরকারের? ক্ষমতা দেখিয়ে খুন করছে সরকার। যার জবাব মানুষ দেবে।

অন্যদিকে কংগ্রেস নেতা আব্দুল মান্নান জানিয়েছেন যে, কোন গণতান্ত্রিক আন্দোলনের ওপর অত্যাচার করে মৃত্যু ডেকে আনা হলো স্বৈরাচারী সরকারের কাজ। মানুষ কোন প্রতিবাদ করতে পারবে না। এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তাঁরা লড়াই করবেন বলে জানালেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!