এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘খাবার জায়গা নয়, নির্লোভ হয়ে কাজ করতে হবে’! একুশের মঞ্চ থেকে কড়া বার্তা অভিষেকের!

‘খাবার জায়গা নয়, নির্লোভ হয়ে কাজ করতে হবে’! একুশের মঞ্চ থেকে কড়া বার্তা অভিষেকের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- টানা দু’বছর পর আজ কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের শহীদ দিবসের কর্মসূচি। একের পর এক নেতারা বক্তব্য রাখতে শুরু করেছেন। আর সেই মঞ্চেই বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল কংগ্রেসের অঘোষিত সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

আজ কলকাতায় ধর্মতলায় বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় নিয়ে চলছে শহীদ দিবসের কর্মসূচি । এদিন মঞ্চে উঠে শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান কারও মুখ দেখতে পাচ্ছি না। সবার মুখ ছাতায় ঢাকা। আমি ছাতা সরালে আপনাদেরও সরাতে হবে। দু’দিন আগে থেকে আবেগ শুরু হয়েছে। ২০১৪ থেকে ২০২১ যুব সভাপতি ছিলাম। এই উচ্ছ্বাস দেখিনি। ২১ সে জুলাই এর সর্বকালীন রেকর্ড আজ ভেঙে গেছে।

তবে এদিন সভা থেকে বক্তৃতার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের আইন-শৃঙ্খলা রক্ষার্থে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন ‘তৃণমূল কংগ্রেস নিজেদের খাবার জায়গা নয় মানুষকে নিয়ে কাজ করতে হবে যদি কেউ ভাবে তৃণমূল কংগ্রেস করে খাবার জায়গা ,আমি বলে দিই তৃণমূল কংগ্রেসে নির্লোভ হয়ে কাজ করতে হবে। নেত্রীর আদর্শ নিয়ে তৃণমূল করতে হবে। খাওয়ার জন্য করা যাবেনা। এই তৃণমূল অন্য। এখানে ধান্দাবাজরা নেই।’ অর্থাৎ আজকের এই সভা থেকেই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জানিয়ে দেয়ার চেষ্টা করলেন তৃণমূল কংগ্রেস করলে কোনরকম অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করবেন না সর্বদায় বাংলার মা মাটি মানুষকে সাথে নিয়েই কাজ করার বার্তা দিলেন সভা থেকে। তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তায় দলীয় নেতাকর্মীরা কতটা মেনে চলেন সেদিকে নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!