এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > খাদানে বালি তোলা নিয়ে তীব্র উত্তেজনা! জোর চাঞ্চল্য!

খাদানে বালি তোলা নিয়ে তীব্র উত্তেজনা! জোর চাঞ্চল্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ফের খাদানে বালি তোলা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হল রাজ্যে। এবার গড়বেতার ধাদিকায় ট্রাক মালিকদের সঙ্গে বালি খাদানের মালিকদের গন্ডগোল তীব্র উত্তেজনা সৃষ্টি করল। ট্রাক মালিকদের দাবি, হঠাৎ করেই ট্রাকটার পিছু বালুর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই তারা অবস্থান শুরু করেছেন। কিন্তু খাদানের মালিকরা তাদের ওপরে হামলা চালিয়েছে। আর তাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে আর উত্তেজনা।

যদিও বা হামলা চালানোর ঘটনাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন বালি খাদান মালিকেরা। আর দু’পক্ষেরই দাবি পাল্টা দাবিকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, গরবেতাড় ধাদিকা এলাকায় শিলাবতী নদীতে একটি বৈধ বালি খাদান রয়েছে। যেখানে আতাউর রহমান মন্ডল নামে এক ব্যক্তি সরকারিভাবে সেখান থেকে বালু তোলার লিজ পেয়েছেন। কিন্তু লকডাউনের কারণে বেশ কিছুদিন তা বন্ধ ছিল।

তবে বর্তমান পরিস্থিতিতে লকডাউন কিছুটা শিথিল হওয়ার পরে সেখানে ফের বালি তোলার কাজ শুরু হয়। সম্প্রতি খাদান মালিকের সঙ্গে ট্রাকটার মালিকদের নিয়ে তীব্র ঝামেলা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে গত শুক্রবার দিন বিকেলে প্রশাসনের পক্ষ থেকে দুই পক্ষকে ডেকে বৈঠক করা হয়। তবে এই বৈঠকের পরেও সমস্যা মেটেনি। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ট্রাক মালিকরা বালি নিয়ে যাওয়ার রাস্তায় অবস্থান বিক্ষোভে বসে পড়েন। যার ফলে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় বালি তোলার কাজ। তাদের অভিযোগ কি? কেন তারা এভাবে অবস্থান-বিক্ষোভে বসলেন?

এদিন এই প্রসঙ্গে গড়বেতা ট্রাক্টর ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন, “কিছুদিন আগে পর্যন্ত লিজ মালিক ট্রাক্টর বালির দাম 800 টাকা দিচ্ছিলেন। আমরা তা মেনে নিয়েছিলাম। সেই মতো বালি তোলা চলছিল। আচমকা এক ট্রাক্টর বালির দাম হাজার টাকা করে চাওয়া হচ্ছে। আমাদের দাবি স্থানীয় ট্রাক্টর মালিকদের 600 টাকা করে গাড়ি বালি দিতে হবে। কিন্তু ওরা সেটা মানতে রাজি নয়। তাই আমরা অবস্থান করছিলাম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন দুপুরে বালি মালিক লোকজন এনে আমাদের উপর হামলা চালায়। চারজন জখম হয়েছে। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানাব। আমরা সুষ্ঠভাবে এই কারবার করতে চাই।” এদিকে এই প্রসঙ্গে খাদানের মালিক বলেন, “এদিন বিকেলে বিভিন্ন জেলা থেকে 70 টি ট্রাক বালি নেওয়ার জন্য এসেছিল। কিন্তু ওদের বাধার কারণে বালি তুলতে পারেনি। কিছুটা বচসা ও সামান্য হাতাহাতি হয়েছে। স্থানীয় শ্রমিকদের তাড়া খেয়ে ওরা পালিয়ে যায়। পুলিশ থাকায় কোনো গণ্ডগোল হয়নি। আমাদের বক্তব্য, সরকারিভাবে আমরা বালি তোলার লিজ পেয়েছি।

স্থানীয়দের কম দামে বালি দিতে রাজি আছি। প্রয়োজনে সরকারি প্রকল্পের কাজে বিনা পয়সায় বালি দেব। কিন্তু বালি মাফিয়াদের ধারে বা বিনা পয়সায় বালি আমরা তুলতে দেব না।” সব মিলিয়ে এবার খাদানে বালি তোলা নিয়ে যে ধুন্ধুমার কাণ্ড সৃষ্টি হল গড়বেতায়, তাতে চাঞ্চল্য ক্রমশ বাড়ছে। এখন প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে সমস্যার সমাধান করতে কি পদক্ষেপ নেওয়া হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!