এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > খাদ্য দপ্তরের নিয়োগে দুর্নীতি? আন্দোলনে চাকরিপ্রার্থীরা, ব্যাপক চাপে মমতা সরকার!

খাদ্য দপ্তরের নিয়োগে দুর্নীতি? আন্দোলনে চাকরিপ্রার্থীরা, ব্যাপক চাপে মমতা সরকার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসার পর চাকরি ক্ষেত্রে নতুন দরজা খুলতে উদ্যত হয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার। এক্ষেত্রে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে নিয়োগের ব্যাপারে সবুজসংকেত দিয়েছে রাজ্য। কিন্তু তারপরেও সেই নিয়োগের তালিকা ঘিরে অস্বচ্ছতার অভিযোগ সামনে এসেছে। আদালতে গোটা বিষয়টি চলে যাওয়ার কারণে থমকে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। তবে শিক্ষাক্ষেত্রে নিয়োগ হওয়ার ব্যাপারে অস্বচ্ছতার অভিযোগ তুলে যখন একাংশ সরব হচ্ছেন, ঠিক তখনই রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে এবার খাদ্য দপ্তরে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ তুলতে শুরু করলেন চাকরিপ্রার্থীরা। শুধু অভিযোগ করাই নয়, রীতিমতো খাদ্য ভবনের সামনে বিক্ষোভ করতেও দেখা গেল একাংশকে।

স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে খাস কলকাতায়। চাকরিপ্রার্থীদের অভিযোগ, খাদ্য ভবনে বিভিন্ন পদে নিয়োগের জন্য যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে বিন্দুমাত্র নিয়ম মান্যতা দেওয়া হয়নি। সেদিক থেকে পুরো তালিকা অস্বচ্ছতায় ভরা বলে দাবি করতে শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। আর সেই দাবি তুলে ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং খাদ্য দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ করতে দেখা গিয়েছে তাদের। আর একদিকে শিক্ষক নিয়োগ নিয়ে অস্বচ্ছতার অভিযোগ যখন একাংশ তুলছেন, ঠিক তখনই খাদ্য দপ্তরে নিয়োগ নিয়ে রীতিমতো খাদ্য ভবনের সামনে চাকরিপ্রার্থীদের একাংশের বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে যথেষ্ট চাপের মুখে ফেলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই খাদ্য দপ্তরের পক্ষ থেকে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই মত করে 957 টি শূন্যপদ থাকলেও এখনও পর্যন্ত প্রায় 100 জনকে নিয়োগ করা হয়েছে। তবে যে 100 জনকে নিয়োগ করা হয়েছে, তাতে মেধা তালিকাকে মান্যতা দেওয়া হয়নি বলে অভিযোগ। আর তার প্রতিবাদেই আজ মঙ্গলবার খাদ্য ভবনের সামনে রীতিমতো প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করতে দেখা যায় চাকরিপ্রার্থীদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের প্রশ্ন, শিক্ষা থেকে শুরু করে খাদ্য, বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে কেন এত অস্বচ্ছতার অভিযোগ উঠছে? শিক্ষক নিয়োগের ব্যাপারে সরকারের পক্ষ থেকে দরজা খুলে দেওয়া হলেও, ইন্টারভিউ তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যার ফলে আবার হাইকোর্টে দায়ের করা হয়েছে মামলা। স্বাভাবিকভাবেই নিয়োগ প্রক্রিয়া যে বিশবাঁও জলে চলে গিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে এর মাঝেই খাদ্য দপ্তরের নিয়োগ নিয়ে ফের অস্বচ্ছতার অভিযোগ উঠতে শুরু করল। একের পর এক দপ্তরে নিয়োগের ব্যাপারে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও, অস্বচ্ছতার কারণেই যে সেখানে গোটা প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।

যার ফলে চাকরিপ্রার্থীদের আন্দোলন থেকে শুরু করে বিক্ষোভে এখন রীতিমত জেরবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে কেন স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্ব দিতে দেখা যাচ্ছে না রাজ্যকে? খাদ্য দপ্তরে নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বিক্ষোভের পর এখন এই প্রশ্নই ক্রমাগত মাথাচাড়া দিতে শুরু করেছে বিশেষজ্ঞদের মধ্যে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!