এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > খালেদা জিয়াকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে দল

খালেদা জিয়াকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে দল


বাংলাদেশের বিএনপি দলের চেয়ারপার্সন খালেদা জিয়া বর্তমানে জেলবন্দি। তাই তাকে মুক্ত করার দাবী নিয়ে এদিন তীব্র ভাবে আওয়াজ তুলতে দেখা গেলো দলের মহাসচিব মির্জা ফাখরুল ইসলামকে। লন্ডনের বিবিসি বাংলায় এক সাক্ষাৎকারে তিনি জানালেন যে খালেদা জিয়াকে মুক্ত করাই তাঁদের দলের প্রথম এবং প্রধান দাবী। তবে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময়টা নাকি এখনো আসেনি। তবে তিনি এটাও মানেন যে, খালেদা জিয়াকে জেল থেকে অবিলম্বে বার না করা গেলে সমস্যা বাড়তে পারে বিএনপি দলের।

সামনেই বাংলাদেশে বিএনপি নির্বাচন। আর বর্তমান সরকারের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী নিঃসন্দেহে খালেদা জিয়া। তাই তাকে এই মুহূর্তে যতো রাজনীতির অঙ্গণ থেকে দূরে রাখা যাবে ততোই লাভ সেখ হাসিনার সরকারের। তবে তিনি এটা বলেও আশ্বাস দিয়েছেন যে, খালেদা জিয়া জেলে থাকুন বা জেলের বাইরে থাকুন বিএনপির নেতৃত্ব তিনিই দেবেন। যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অনুগামী হয়েই থাকতে রাজী দলীয় কর্মীরা। এমনটাই জানালেন এদিন মির্জা আলমগীর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তিনি আরো জানালেন যে, বাংলাদেশ সম্প্রতি যে রাজনৈতিক অসন্তোষের ভিতর দিয়ে যাচ্ছে তার একমাত্র বড় কারণ হল বর্তমান সরকারের অসহনশীল নীতি। সরকার তাঁদের বিপক্ষে দাঁড়িয়ে থাকা রাজনৈতিক দলগুলোর অস্তিস্ব নষ্ট করে দেওয়ার ভিতরই গণতন্ত্রের ছবি দেখেন। আর সেটা করতেই খালেদা জিয়াকে জেলে পুড়েছেন। তবে এভাবে সমস্যার সমাধান হবে না বলেই গর্জে ওঠেন তিনি। জানান সংগ্রাম অব্যাহত থাকবে। এরকম প্রয়াস আগে একবার ওয়ান ইলেভেন সরকারের আমলে হয়েছিলো বলেও দাবী করেন তিনি। কিন্তু জনগনের প্রতিবাদের চাপে সে কার্যসিদ্ধি হয়নি। তবে আবার তাঁরা পদক্ষেপ নিয়েছে একই ছকে গণ আন্দোলনের মুখ টিপে ধরার। আর তাই বাংলাদেশ সরকার আপ্রাণ চেষ্টা করে চলেছে খালেদা জিয়াকে রাস্তা থেকে হটানোর। এরপর খালেদা জিয়াকে জামিনে মুক্তি না দেওয়া প্রসঙ্গেও তীব্র ক্ষোভ উগড়ে দিলেন মির্জা আলমগীর। জানালেন যে সাজানো একটা মিথ্যা মামলায় হাসিনাকে জড়ানো হয়েছে। তার ফলে কারাবন্দি করা হয়েছে তাকে। নিয়ম বলছে পাঁচ বছরের যে কোনো সাজার বিরুদ্ধে জামিনের আপিল করলেই তা মুকুব করা হয়। কিন্তু খালেদা জিয়ার বেলায় সে আইন মানা হয়নি। সরকারের পরিকল্পনা মাফিক ষড়যন্ত্রে বাঁধা পড়েছেন বিএনপির নেত্রী। এই নিয়ে তীব্র চাপানউতোর চলছে বিএনপির অন্দরে। তবে খালেদা জিয়ার মুক্তি কবে হতে পারে তা নিয়ে কোনো সঠিক তথ্য এখনো সামনে আসেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!