এখন পড়ছেন
হোম > অন্যান্য > জনরোষের কাছে শেষ পর্যন্ত হার মেনে ক্ষমা চাইলেন তাণ্ডবের পরিচালক।

জনরোষের কাছে শেষ পর্যন্ত হার মেনে ক্ষমা চাইলেন তাণ্ডবের পরিচালক।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি অ্যামাজন প্রাইমে আসা নতুন ওয়েবসিরিজ নিয়ে তাণ্ডব তুঙ্গে। সেখানে জনতা পার্টির নেতা থেকে নেটিজেন, সকলেই কার্যত তাণ্ডব করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে আলি আব্বাস জাফর পরিচালিত ‘তাণ্ডব’ নামের ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে অভিনেতা সইফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার, তিগমংশু ধুলিয়া, দিনো মোরিয়া, কুমুদ মিশ্র, মোহাম্মদ জিশান আইয়ুব, গৌহর খান ও কৃতিকা কামরাকে।

শোনা যায়, ভারতীয় জনতা পার্টির দুজন নেতা রাম কদম এবং মনোজ কোটাক ওয়েব সিরিজটি নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন। সেখানে হিন্দু ভাবধারাকে ক্ষুণ্ন করার অভিযোগে ওয়েব সিরিজটি নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন তাঁরা। সেই সঙ্গে রবিবার আই অ্যান্ড বি মন্ত্রী প্রকাশ জাভাদেকরের কাছে চিঠি লিখে এই হয়ে সিরিজ সম্পর্কে অভিযোগ করতেও দেখা গেছে তাঁদেরকে। সেইসঙ্গে তাঁদের দাবি ছিল, হিন্দু দেশে থেকে ভগবান শিবের ত্রিশূল এবং ডমরু নিয়ে আপত্তিকর ঘটনা দেখানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেখানেই আমাজন প্রাইম কর্তৃপক্ষকে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের তরফে তলব করা হয়। অন্যদিকে ওটিটি প্লাটফর্মে সেন্সরের দাবি করে সরব হতে দেখা যায় ভারতীয় জনতা পার্টির এই নেতাদের। আর সেখানেই বর্তমান পরিস্থিতি লক্ষ্য করে অভিনেতা সইফ আলী খানের বাড়ির বাইরে নিরাপত্তা আরও বেশি বাড়ানো হয়েছে বলে জানা যায়। তবে এত কিছুর পরেও শেষমেষ ক্ষমা চাইতে হল ওয়েব সিরিজটির পরিচালককে।

এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় টুইট করে তিনি জানান, ওয়েব সিরিজটি নিয়ে যা যা ঘটছে সেই সব বিষয়েই তিনি অবগত। সেখানে ‘তাণ্ডব’ একেবারেই কল্পনার প্রসূত। আর তাই এই কাহিনীর সঙ্গে বাস্তবের কোনও ব্যক্তি এবং অভিনয় এবং ঘটনার কোনো মিল নেই। সেইসঙ্গে এই সিরিজে কাজ করা কোনো ব্যক্তিরই আলাদা করে কোনো ধর্ম, ব্যক্তি, সম্প্রদায়, রাজনৈতিক কোনো দল অথবা ব্যক্তি, জীবিত বা মৃত কাউকে আঘাত আনার উদ্দেশ্য ছিল না। তবুও তাণ্ডবের পুরো টিম সাধারণ মানুষের অনুভূতির কথা বিবেচনা করে, সকলের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!