এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ক্ষমতায় আসলেই শুধু বিজেপি নয়, তৃণমূল কর্মীদের জন্যও বড়সড় উপহার ও সুবিধা ঘোষণা দিলীপ ঘোষের!

ক্ষমতায় আসলেই শুধু বিজেপি নয়, তৃণমূল কর্মীদের জন্যও বড়সড় উপহার ও সুবিধা ঘোষণা দিলীপ ঘোষের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই করণাতে আক্রান্ত হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাই বেশ কিছুদিন সাধারণের থেকে দূরেই থাকছিলেন তিনি। তবে এখন তাঁর শারীরিক পরিস্থিতির খানিকটা ঠিক হয়েছে বলে জানা গেছে। তাই তাঁকে অভ্যর্থনা জানাতে দলীয় নেতা-কর্মীরা চা চক্রের আয়োজন করেছিল বলেই জানা যায়।

সম্প্রতি সেই চা চক্রে যোগ দিতে জর্দা বাগান থেকে মিছিল করে ঘোড়ার গাড়িতে করে দিলীপ ঘোষকে নিয়ে আসা হয় সেই চা চক্রের আসরে। আর সেখানেই তিনি দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শাসকদলের বিরুদ্ধে। শুধু তাই নয়, ক্ষমতায় আসলে শুধু বিজেপি কর্মীই নয়, তার সঙ্গে যেকোনো রাজনৈতিক দলের কর্মীদের এই মিথ্যা মামলার হাত থেকে রেহাই দেবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

তাঁর কথায় নিজের দলের কর্মীদের নিজেরাই হত্যা করে সিপিএম যেভাবে মানুষের আবেগ নিয়ে রাজনীতি করতো, তৃণমূলও ঠিক তেমনভাবেই নিজেদের কর্মীদের ওপর মামলা করে মানুষের সেই ভাবাবেগ নিয়ে খেলা করছে। সেই সঙ্গে নিজেদের দলের কর্মীদের মামলার ভয়ে রাজনৈতিক চাপে রেখেছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

তাঁর মতে, তাই এই প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক মিথ্যা মামলা থেকে বিজেপি কিন্তু সকলকে মুক্তি দেবে এমনটাই দাবি করেছেন তিনি। অন্যদিকে, বাগনানের বিজেপি নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, যে কর্মীকে গুলি করা হয়েছিল সে গতকাল মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মেনেছে। সেইসঙ্গে মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনাতে বিজেপির কর্মীরা মারা গিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির দলীয় কর্মীদের ওপর পূজার মধ্যেও এমন কাণ্ড দেখে তাঁর মনে হয়েছে এই সমস্ত ঘটনাই ইচ্ছা করে করা। বস্তুত, প্রশাসনের ওপর সরকারের যে কোন নিয়ন্ত্রন নেই, এ কথাই মনে করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর মতে যারা এখন সমাজ বিরোধী, তারাই এখন সর্বেসর্বা। সাধারণ মানুষকে তারাই এভাবে খুন করছে।

প্রসঙ্গত উল্লেখ্য, জেপি নাড্ডা রাজ্য সফরে আসার আগেই গতকাল বিজেপি রাজ্যস্তরে সংগঠনে বড়সড় রদবদল হয়েছে বলে জানা গেছে। সেখানে সাধারণ সম্পাদক পদ থেকে সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আর তাঁর জায়গায় নতুন সাধারণ সম্পাদক হয়েছেন অমিতাভ চক্রবর্তী।

এদিন সেই প্রসঙ্গেও কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, বিজেপি সংগঠন করতেই এসেছে। সংগঠন যেটা ঠিক করে, যাকে যা দায়িত্ব দেয় সেই দায়িত্বই প্রত্যেক সদস্য পালন করে। সুব্রত চট্টোপাধ্যায় বিজেপিতে ৫-৬ বছর কাজ করেছেন, তারপর ওনাকে হয়তো অন্য দায়িত্ব দেওয়া হবে। এই পরিবর্তন সংগঠনে চলতেই থাকে। কারণ এভাবেই বিজেপি কাজ করে চলেছে। তবে এই প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে সরকার অস্বীকার করছে বলেই জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!