এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ক্ষমতায় এলেই নিয়োগ করা হবে ৭৫ লক্ষ যুবক-যুবতীকে, দাবি গেরুয়া শিবিরের

ক্ষমতায় এলেই নিয়োগ করা হবে ৭৫ লক্ষ যুবক-যুবতীকে, দাবি গেরুয়া শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বিজেপির ঘোষণায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিধানসভা নির্বাচনে জিততে এবার বেকার যুবক যুবতীদের “ট্রাম্প কার্ড” করতে চলেছে বিজেপি। জানা গেছে, এবার কর্মসংস্থানকে হাতিয়ার করে বাংলায় নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে নেমে পড়েছেন তাঁরা। সেইসঙ্গে ক্ষমতায় এলেই রাজ্যের ৭৫ লক্ষ যুবক-যুবতীকে নিয়োগ করা হবে বলে দাবি করেছে গেরুয়া শিবির।

বস্তুত, রবিবার বিজেপির হেস্টিংসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ও সাংসদ সৌমিত্র খাঁ। সেখানেই তৃণমূলের শাসনকালে বাংলায় বেকারত্ব বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এরপরই চাকরির প্রতিশ্রুতি কার্ডের কথা ঘোষণা করেন সৌমিত্র খাঁ।

এদিন তিনি বলেন, “আগামী ২ মাসের মধ্যে বিজেপি পৌঁছে যাবে ৭৫ লক্ষ বেকার যুবক-যুবতীদের কাছে। তাঁদের নাম-ঠিকানা নথিভুক্ত করে রাখা হবে। একুশের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পরই এদের নিয়োগ হবে। বাংলার বেকারত্ব সমস্যা ঘুচবে।” সেইসঙ্গে এদিন প্রথম কার্ডের রেজিস্ট্রেশন করা হয়েছে। যা নিয়ে আশার আলো দেখতে শুরু করেছে যুব সমাজ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে বাংলার বেকারত্ব সমস্যা নিয়ে সরকারকে দায়ী করেছেন মুকুল রায়। এদিন তিনি বলেন “এখন বাংলায় শিল্প সম্মেলন হয়। কিন্তু বিনিয়োগ হয় না। সিঙ্গুরেও কিছু হয়নি। টাটাকে তাড়ানো ছিল সব থেকে বড় ভুল।” শুধু এই কথাতেই তিনি থেমে থাকেননি। সেখানে রাজ্য যে কাজ করা হচ্ছে বলে দাবি করে আসছে, সেখানে রাজ্যের উদ্যোগে অনুষ্ঠিত বিভিন্ন প্রকল্পের আয়-ব্যায়ের খতিয়ান দাবি করেন তিনি।

সেই সঙ্গে বাংলায় অবিলম্বে ৩৫৬ ধারা জারি প্রয়োজন বলেও দাবি করেন তিনি। বস্তুত, বিধানসভা নির্বাচন আসন্ন। আর সেখানে বাংলা তথা সারা দেশে সমস্যার অন্যতম কারণ হচ্ছে কর্মসংস্থান। সেখানে বিজেপির নির্বাচনের আগে এই কর্মসংস্থানের কথা ঘোষণা করাকে তাই বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!