এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > খানাকুলে নিহত বিজেপি কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য দিলীপ ঘোষের, চাইলেন সিবিআই তদন্ত

খানাকুলে নিহত বিজেপি কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য দিলীপ ঘোষের, চাইলেন সিবিআই তদন্ত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনৈতিক সংঘর্ষ থেকে খুন, যে কোনো ঘটনায় বিজেপির পক্ষ থেকে তদন্তের জন্য সিবিআইয়ের উপর বেশি ভরসা করতে দেখা যায়। এক সময় বিরোধী নেত্রী থাকাকালীন বাম সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্তের উপর সবথেকে বেশি জোর দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ক্ষমতায় আসার পর সিআইডির উপর বেশি ভরসা রাখতে দেখা যায় তাকে। সেদিক থেকে বর্তমান বিরোধী দল বিজেপি একইভাবে সিআইডির ওপর ভরসা রেখে বিভিন্ন ঘটনায় তদন্তের জন্য ভরসা রাখে সিবিআইয়ের উপর।

সম্প্রতি খানাকুলের বিজেপি কর্মী সুদর্শন প্রামানিকের মৃত্যুর ঘটনা ঘটে। আর এরপরই শনিবার বিকেলে সেই নিহত বিজেপি নেতার বাড়িতে গিয়ে সিবিআই তদন্তের দাবি তুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য, গত 15 ই আগস্ট খানাকুল দুই ব্লকের নতিবপুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি নেতা সুদর্শন প্রামানিক খুন হন। আর তারপর থেকেই বিভিন্ন এলাকা উত্তপ্ত হতে শুরু করে। এদিন বিকেলে নিহত বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করে তার স্ত্রীর হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেন বিজেপির দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তার পরেই তিনি বলেন, “পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে না। এখনও মূল অভিযুক্তরা অধরা। রাজ্য পুলিশের পরিবর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে এই খুনের ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি। আরামবাগে 40 বছরের বেশি সময় ধরে হিংসার রাজনীতি চলছে। এবার এই হিংসার রাজনীতি পরিবর্তন করার সময় এসেছে।”

বিশেষজ্ঞরা বলছেন, যখন যারাই বিরোধীদলে থাকে, তখন তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানায়। এক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে খুনের রাজনীতি বড় হচ্ছে বলে সরব হওয়া ভারতীয় জনতা পার্টি এবার দলীয় কর্মী খুনের সঠিক তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানালেন। তবে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই দাবি জানালেও তা কতটা ফলপ্রসূ হয় এবং কোনদিকে এগোয় তদন্ত, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!