এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > খড়গপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী কে? বড়সড় ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ

খড়গপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী কে? বড়সড় ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ

সদ্য রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্র খড়গপুর, কালিয়াগঞ্জ এবং করিমপুরের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এই নির্বাচনের দিন ঘোষণার পরই হেভিওয়েট কেন্দ্র হিসেবে পরিচিত খড়গপুরে কোন দলের কে প্রার্থী হবে, তা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে সর্বত্র।

কেননা 2016 সালে এই খড়গপুর থেকেই জয়লাভ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বর্তমান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তবে 2019 এর লোকসভা নির্বাচনে সেই দীলিপবাবু মেদিনীপুর আসনে দাঁড়ানোয় খড়গপুর আসনটি শূন্য হয়ে যায়। আর তারপরই সেইখানে নির্বাচনের দামামা বাজে। তাই দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া আসনে বিজেপির জয় যে এখন তাদের কাছে অত্যন্ত প্রেস্টিজ ফাইট, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।

অন্যদিকে তৃণমূল এবার এই আসন দখল করতে উঠেপড়ে লেগেছে। ময়দানে নামানো হয়েছে হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তবে শুভেন্দুবাবু ময়দানে নামলেও নিজের ছেড়ে যাওয়া আসনে দলীয় প্রার্থীকে জয়লাভ করানোর ব্যাপারে 100 শতাংশ আশাবাদী বিজেপি সাংসদ তথা খড়্গপুরের ভূতপূর্ব বিধায়ক দিলীপ ঘোষ। কিন্তু কে হবে বিজেপির প্রার্থী! এখন তা নিয়ে বিভিন্ন মহলের তৈরি হয়েছে জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় খড়্গপুরে কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে দলীয় প্রার্থীর ব্যাপারে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কলকাতায় নির্বাচন সঞ্চালন কমিটির মিটিং ছিল। সেখানে স্থানীয় প্রার্থী নিয়ে বেশি আলোচনা হয়েছে। স্থানীয় নামই সংসদীয় কমিটির কাছে পাঠানো হচ্ছে।”

আর বিজেপির রাজ্য সভাপতির মুখ থেকে স্থানীয় ব্যাক্তি প্রার্থী হবেন বলে শোনায় এখন বিভিন্ন নাম নিয়ে গুঞ্জন রটতে শুরু করেছে। সূত্রের খবর, বিজেপি প্রার্থী হিসেবে তুষার মুখোপাধ্যায়, প্রেমচাঁদ ঝাঁ, গৌতম ভট্টাচার্য এবং সমিত দাসের নাম শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছেঁড়ে, এখন সেদিকেই নজর সকলের। কিন্তু এবার কি এই আসন ধরে রাখা তাদের পক্ষে সম্ভব হবে!

এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “খড়্গপুরে আমরা জিতবই। বাকি দুটি আসনে আমরাই জয়লাভ করব। আমরা চাই, খড়্গপুরে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ভোট হোক। নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি। খড়্গপুরের পুলিশ, প্রশাসনের সব আধিকারিকদের বদলি করে দিয়ে নতুন অফিসার নিয়ে আসা হয়েছে। আমরা দেখব, তারা ঠিকমতো আইন মেনে কাজ করেন কিনা। যদি না করেন, তাহলে আমরা কমিশনে অভিযোগ জানাব।”

সব মিলিয়ে এবার খড়্গপুরে বিজেপি প্রার্থী কে হয় এবং তাকে জয়লাভ করাতে বিজেপির মাস্টারপ্ল্যান ঠিক কি হয়, সেদিকেই নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!