এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > প্রিয় বন্ধুর ওপিনিয়ন পোল – এই মুহূর্তে ভোট হলে কি হবে খড়্গপুর-সদরের চিত্র?

প্রিয় বন্ধুর ওপিনিয়ন পোল – এই মুহূর্তে ভোট হলে কি হবে খড়্গপুর-সদরের চিত্র?


প্রিয় বন্ধুর মিডিয়া এক্সক্লুসিভ – বাংলায় আবার বেজে গেছে নির্বাচনের দামামা – আগামী ২৫ শে নভেম্বর বাংলার ৩ বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে এই আসন খালি হয়েছে। নদীয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হওয়ায় এই আসন খালি হয়েছে। পশ্চিম মেদিনীপুরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হওয়ায় এই আসন খালি হয়েছে।

লোকসভা নির্বাচনে তৃণমূল দাবি করেছিল ৪২-এ-৪২, অন্যদিকে বিজেপির দাবি ছিল – উনিশে হাফ, একুশে সাফ! এই অবস্থায় বিজেপি তৃণমূলকে ধাক্কা দিয়ে ১৮ টি আসন জিতে নিয়েছে। ফলে জমজমাট বাংলার রাজনীতি। এর পাশাপাশিই, লোকসভার ‘ভুল’ থেকে শিক্ষা নিয়ে ২০১৬-এর পর আবার জোট বেঁধেছে বামফ্রন্ট-কংগ্রেস। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ৩ আসনের উপনির্বাচন কার্যত সমস্ত রাজনৈতিক প্রতিপক্ষের কাছে অ্যাসিড টেস্ট। এই উপনির্বাচনের ফল, অনেকটাই দিশা দেবে – কি হতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনে।

আর এই পরিস্থিতিতে প্রিয় বন্ধু মিডিয়ার সমীক্ষক টীম আবার বেরিয়ে পড়েছে কি হতে চলেছে এই তিন আসনের ফলাফল, তা তুলে আনার চেষ্টাতে। এই উপনির্বাচন নিয়ে সব পক্ষই কার্যত ‘ডিফেন্সিভ’, তাই সবার ক্ষেত্রেই প্রার্থী ঘোষণা হতে বেশ দেরি হয়েছে। এই সমীক্ষা সব দল প্রার্থী ঘোষণা করার পর করা হয়েছে। আগামীদিনে, সব দলের প্রচার শেষ হলে, আরেকদফা ওপিনিয়ন পোল আপনাদের সামনে নিয়ে আসা হবে। আজ পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর-সদর বিধানসভার চিত্র –

বিধিবদ্ধ সতর্কীকরণ – প্রিয় বন্ধু মিডিয়ার করা এই সমীক্ষা কোনোমতেই নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রচারিত নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষ কি ভাবছেন, তার একটা আভাস তুলে আনার প্রচেষ্টা মাত্র। সংশ্লিষ্ট সমীক্ষায় যে যে বিষয়গুলি রয়েছে –

১. সমীক্ষার কাল – ২ রা নভেম্বর থেকে ৪ ঠা নভেম্বর, ২০১৯
২. প্রতিটি বিধানসভাতেই আলাদা আলাদা করে এই সমীক্ষা চালানো হয়েছে
৩. প্রতিটি বিধানসভার অন্তত ১০% বুথে এই সমীক্ষা করা হয়েছে
৪. যে বুথে এই সমীক্ষা করা হয়েছে তার অন্তত ২৫-৪০ জন ভোটারের সঙ্গে কথা বলা হয়েছে
৫. মোট ২,৫০০ মানুষের উপর এই সমীক্ষা করা হয়েছে
৬. বিভিন্ন দলবদল ও দলবদলের প্রবণতা এই সমীক্ষায় অন্যতম ‘কি-ফ্যাক্টর’ হিসাবে ধরা হয়েছে
৭. লোকসভা নির্বাচনের পর রাজনৈতিক দলগুলির কর্মসূচি কতটা প্রভাব বিস্তার করেছে তা ধরে নিয়ে এই সমীক্ষা করা হয়েছে

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই কেন্দ্রের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষরা –
তৃণমূল – প্রদীপ সরকার
বিজেপি – প্রেমচন্দ্র ঝাঁ
কংগ্রেস – চিত্তরঞ্জন মন্ডল (বামফ্রন্ট সমর্থিত)

রাজনৈতিক মানচিত্র –
খড়্গপুর পুরসভা ও খড়্গপুর ১ নম্বর ব্লকের খড়্গপুর রেলওয়ে সেটেলমেন্ট নিয়ে গঠিত এই বিধানসভা।
বুথ সংখ্যা – ২৭০
পুরুষ ভোটার – ১,১০,৮৬২
মহিলা ভোটার – ১,১৩,৬৮৩
তৃতীয় লিঙ্গ – ৯
মোট ভোটার – ২,২৪,৫৫৪

২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী কি ছিল এই কেন্দ্রের চিত্র –
তৃণমূল – ৪০,১৩৫
বিজেপি – ৫১,১৫২
বামফ্রন্ট – ২৯,৯৮৪
কংগ্রেস – ২১,৩১৬
বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের থেকে ১১,০১৭ ভোটে এগিয়েছিল

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী কি ছিল এই কেন্দ্রের চিত্র –
তৃণমূল – ৩৪,০৮৬
বিজেপি – ৬১,৪৪৬
বামফ্রন্ট + কংগ্রেস – ৫৫,১৩৭
বিজেপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম-কংগ্রেস জোট প্রার্থীকে ৬,৩০৯ ভোটে পরাজিত করে

২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী কি ছিল এই কেন্দ্রের চিত্র –
তৃণমূল – ৪৮,২৯৩
বিজেপি – ৯৩,৪২৫
বামফ্রন্ট – ৮,১৫৬
কংগ্রেস – ৮,২৭৪
বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের থেকে ৪৫,১৩২ ভোটে এগিয়েছিল

প্রিয় বন্ধু মিডিয়ার করা জুলাই মাসের সমীক্ষা অনুযায়ী কি ছিল এই কেন্দ্রের চিত্র –
তৃণমূল – ২৮%
বিজেপি – ৫৯%
বামফ্রন্ট – ৫%
কংগ্রেস – ৫%
অন্যান্য – ২%
নোটা – ১%
বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে ৫০,০০০ – ৫৫,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

প্রিয় বন্ধু মিডিয়ার করা সর্বশেষ সমীক্ষা অনুযায়ী কি হতে পারে এই কেন্দ্রের চিত্র –
তৃণমূল – ৩৭%
বিজেপি – ৪৭%
বামফ্রন্ট + কংগ্রেস – ১৩%
অন্যান্য – ২%
নোটা – ১%
বিজেপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ১০,০০০ – ১৫,০০০ ভোটে পরাজিত করতে পারে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!