এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > খড়্গপুরে তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে অভিযোগের ডালি উজাড় নাগরিকদের! “ভাগ্যের” ভরসায় প্রদীপ

খড়্গপুরে তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে অভিযোগের ডালি উজাড় নাগরিকদের! “ভাগ্যের” ভরসায় প্রদীপ

 

বিজেপির দখলে থাকা হেভিওয়েট কেন্দ্র হিসেবে পরিচিত খড়গপুর। 2016 সালে এই কেন্দ্র থেকে জিতেই বিধানসভায় গিয়ে গোটা রাজ্যে পদ্ম ফোটাতে পরিশ্রম শুরু করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু দীলিপবাবু বর্তমানে সাংসদ হয়ে যাওয়ায় তার ছেড়ে যাওয়া এই কেন্দ্রের উপনির্বাচনের যেনতেন প্রকারেণ বিজেপির কাছ থেকে এই কেন্দ্র এবার নিজেদের দখলে আনতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

তৃণমূল এখানে প্রার্থী করেছে খড়গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারকে। আর প্রার্থী হতেই মনোনয়নপত্র পেশ করে প্রদীপবাবু এখন মজে গিয়েছেন জনসংযোগে। এদিকে তৃণমূল প্রার্থীকে পেয়ে সাধারণ মানুষের ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ দেখে ঘাসফুল শিবিরের একাংশ বলছেন, ধীরে ধীরে তৃণমূলের প্রতি বিশ্বাস আসছে মানুষের। আর তাইতো তাদের প্রার্থীকে তারা আপন ভেবে অভিযোগ জানাতে শুরু করেছেন।

খড়গপুর বিধানসভা কেন্দ্র এবার তৃণমূলই দখল করবে। জানা যায়, মঙ্গলবার দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে রাত দুটোয় বাড়ি ফেরেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। কিন্তু ভোট বড় বালাই। আর তাইতো বিন্দুমাত্র সময় নষ্ট না করে বুধবার সকালে চা বিস্কুট খেয়ে বেশ কয়েকজন দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে খড়গপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ভবানীপুর মাঠপাড়ায় হাজির হয়ে যান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে তৃণমূল প্রার্থী তথা খড়গপুর পৌরসভার চেয়ারম্যানকে দেখেই এলাকার অনেক মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে নাগরিক পরিষেবা নিয়ে তাদের নানা অভাব-অভিযোগের কথা জানান। মহিলাদের দাবি, তাদের রাস্তাটি বহুদিন ধরে ঠিক করা হয়নি, পানীয় জলের অবস্থা খুব একটা ভালো নয়। এই বিষয়গুলো খুব দ্রুত দেখতে হবে। এদিকে মহিলাদের কাছ থেকে এই ধরনের অনুযোগের কথা শুনে হাসিমুখে তা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। এরপর হনুমান মন্দির, মতুয়া হরিচাঁদ ঠাকুরের মন্দিরে গিয়ে প্রণাম করে জগদ্ধাত্রী মন্দিরের সামনে হাজির হয়ে আবার বেশ কিছু মহিলার সঙ্গে কথা বলেন খড়্গপুরের তৃণমূল প্রার্থী।

সেখানেও বেশকিছু মহিলা তাদের নানা সমস্যার কথা জানান শাসকদলের এই প্রার্থীকে। আর সেই সমস্ত কথা শুনেই তাদের আশ্বাস দিয়ে প্রদীপ সরকার বলেন, “আমি এখানে প্রতিশ্রুতি দিতে আসিনি। চেয়ারম্যান হিসেবে কি কি কাজ করেছি, তা আপনারা জানেন। রাস্তায় সন্ধ্যার পর মহিলারা অন্ধকারে বের হতে পারতেন না। আমি আলোর ব্যবস্থা করে দিয়েছি, বড় করে দশেরা উৎসব করেছি, রামনবমী আপনারা নিজেও দেখেছেন। এতদিন যা কাজ করেছি, তার নিরিখে আপনারা আমাকে সমর্থন করুন।”

তবে অনেকে বলছেন, প্রদীপ সরকারের ভালো বন্ধু ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটে প্রবেশ করে যেভাবে ধোনীর একের পর এক উত্থান ঘটেছে, ঠিক তেমনই রাজনীতিতে প্রবেশ করেও প্রদীপবাবুকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তাই এবার বিধানসভা উপনির্বাচনেও তিনি জয়লাভ করবেন বলে দাবি একাংশের। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে প্রদীপ সরকার বলেন, “কাজের নিরিখে ভোট হলে মানুষ তৃণমূল প্রার্থীর বিকল্প কাউকে পাবেন না। বন্ধু ধোনির মতো আমারও ভাগ্য সহায় রয়েছে। এখন বাকিটা মানুষ ঠিক করবেন।” সব মিলিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনা তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের ভাগ্য সাথ দেয় কিনা, তা দেখা যাবে ভোটবাক্স খোলার পরই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!