এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > খারাপ আবহাওয়া না যান্ত্রিক ত্রুটি ? অবতরণকালে বিমান দুর্ঘটনার পেছনে আসলে কোন কারণ?

খারাপ আবহাওয়া না যান্ত্রিক ত্রুটি ? অবতরণকালে বিমান দুর্ঘটনার পেছনে আসলে কোন কারণ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল দুপুরের শেষে হঠাৎ করেই আকাশ ছেয়ে যায় কালো মেঘে। দিনের আলো ঢেকে গিয়ে প্রায় রাতের অন্ধকার নেমে আসে রাস্তায়। ভরদুপুরেই স্ট্রীট লাইট জ্বলে ওঠে। আর তারপরেই শুরু হয় তুমুল বজ্রপাত সহযোগে অঝোরধারায় বৃষ্টি। ইতিমধ্যেই কালকে বজ্রপাতের কারণে বহু মানুষ মারা গিয়েছেন, যারা সেসময় বাইরে ছিলেন কাজের কারণে। তবে শুধুমাত্র মাটির মানুষই নয়, যারা আকাশপথে ছিলেন তাঁদেরকেও এই খারাপ আবহাওয়ার কারণে বড়োসড়ো সমস্যার মুখে পড়তে হলো।

জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরে আসছিল মুম্বাই থেকে একটি যাত্রীবাহী বিমান। কিন্তু মাটি ছোঁয়ার আগেই বিমানযাত্রীরা ব্যাপক ঝাঁকুনি অনুভব করেন এবং তাতেই বেশ কিছু যাত্রী আহত হন বলে জানা গিয়েছে। সোমবার দুপুরে মুম্বাই থেকে কলকাতা যাত্রী সহযোগে আসছিল ভিস্তারার ইউকের 775 বিমান। দুপুর 1 টা 55 মিনিটে মুম্বাই ফেরত বিমানটির কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু কলকাতার বুকে দুপুরের পর থেকেই শুরু হয়ে যায় আবহাওয়ার পরিবর্তন।

জায়গায় জায়গায় শুরু হয় তুমুল বৃষ্টি। তার সাথে চলতে থাকে বজ্রপাত এবং ঝড়। জানা গিয়েছে, বিমানটি অবতরণের সময় ব্যাপক ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। প্রায় উল্টে পড়ার অবস্থা হয় তাঁদের। এঁদের মধ্যে 3 জন যাত্রীর অবস্থা রীতিমতো গুরুতর। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। বিমান বন্দরের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো ব্যাপারটি খতিয়ে দেখলেও অনুমান করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আগামী 10 তারিখ থেকে টানা চারদিন লাগাতার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গায় নয়, কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতজনিত সমস্যার সৃষ্টি হবে। তবে বিমান চলাচলে কোন সমস্যা তৈরী হবে কিনা তা এখনো জানা যায়নি। কিন্তু গতকাল থেকে শিক্ষা নিয়ে বিমানবন্দর কর্মীরা এবং কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, পরবর্তীতে এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে গতকালের মুম্বাই ফেরত বিমানযাত্রীরা ইতিমধ্যেই চূড়ান্ত আতঙ্কিত। কেন এমন হল তা অবশ্য অনুমানেই আটকে আছে। নির্দিষ্ট কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। আপাতত কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক বলে খবর। পাশাপাশি হাসপাতালে চিকিৎসারত যাত্রীদের অবস্থাও এখন যথেষ্ট ভালো বলে জানা গিয়েছে। তবে আগামী দিনে আবার এরকম সমস্যা হলে সেক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করা হবে, তা নিয়ে অবশ্য বিশেষ কিছু জানা যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!