এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > খড়দা বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী নিয়ে ব্যাপক জল্পনা, উঠে আসছে একাধিক নাম

খড়দা বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী নিয়ে ব্যাপক জল্পনা, উঠে আসছে একাধিক নাম


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিশাল জয় হবার পরেও বেশ কিছু জায়গায় উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়েছে। তার মধ্যে অন্যতম হলো খড়দা বিধানসভা কেন্দ্র। খড়দা বিধানসভা থেকে একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এলাকার জনপ্রিয় তৃণমূল নেতা কাজল সিনহা। কিন্তু নির্বাচনের পরেই তিনি করোনায় আক্রান্ত হন এবং মারা যান। এই পরিস্থিতিতে এই বিধানসভায় উপনির্বাচন প্রয়োজনীয় হয়ে পড়েছে। অন্যদিকে নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। কিন্তু তিনি হেরে গেলেও দল জিতেছে এবং তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সে ক্ষেত্রে উপনির্বাচনের প্রয়োজনীয়তা আছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বার লড়াই করে ফিরে আসতে চান। এবং এতদিনে সবার জানা বরাবরের চেনা ভবানীপুর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনের লড়াই করতে চলেছেন। প্রসঙ্গত, ভবানীপুর থেকে এবারের বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং বড় ব্যবধানে হারিয়ে ছিলেন বিজেপির রুদ্রনীল ঘোষকে। এই শোভনদেব চট্টোপাধ্যায় এককথায় মমতা ব্যানার্জির জন্য ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি ছেড়ে দিয়েছেন। সেক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায়কেও উপনির্বাচনে লড়াই করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই অবস্থায় কোন কেন্দ্র থেকে শোভনদব লড়াই করবেন, তা নিয়ে এখনো পর্যন্ত চলছে আলোচনা। অন্যদিকে খড়দা বিধানসভার উপনির্বাচনের লড়াইতে তৃণমূলের প্রার্থী হিসেবে উঠে আসছে জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহার নাম। শোভনদেব চট্টোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, খড়দা উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়ছে। সেক্ষেত্রে ওই জেলার দায়িত্বে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি এই কেন্দ্রটি দেখভাল করছেন সৌগত রায়। তাঁরা নিয়মিত যোগাযোগ রাখছেন। আবার দলের একাংশের সূত্রে জানা যাচ্ছে, রাজ্যসভার অন্যতম সদস্য করে শোভনদেব চ্যাটার্জিকে পাঠানো হতে পারে। সব মিলিয়ে জল্পনা তুঙ্গে।

অন্যদিকে টলিপাড়া থেকে রাজনৈতিক মহলে তৃণা সাহার খড়দা কেন্দ্র থেকে প্রার্থী হবার খবর ছড়িয়ে পড়েছে। তবে তৃণা সাহা নিজে জানিয়েছেন, এরকম কোন খবর তাঁর কাছে অন্তত আসেনি। তৃণমূল কংগ্রেসের কাছ থেকেও তিনি সেরকম কোনো প্রস্তাব পাননি। একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণা সাহা ও নীল সাহা যুগলে তৃণমূলে যোগদান করেন। সব মিলিয়ে খড়দা বিধানসভার উপনির্বাচনের প্রার্থী কে হবেন, তাই নিয়ে এখন জোর জল্পনা। তবে মনে করা হচ্ছে, আগামী 5 ই জুন কালীঘাটে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী অন্যান্য আলোচনা পাশাপাশি উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন। আপাতত কালীঘাটের বৈঠক ঘিরেই কৌতুহলের পারদ চড়ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!