এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘খেলা হবে’ দিবস নিয়ে তরজায় মেতেছে তৃণমূল ও বিজেপি, এবার বিরোধী দলনেতাকে তোপ দাগলেন তৃণমূল হেভিওয়েট

‘খেলা হবে’ দিবস নিয়ে তরজায় মেতেছে তৃণমূল ও বিজেপি, এবার বিরোধী দলনেতাকে তোপ দাগলেন তৃণমূল হেভিওয়েট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সম্প্রতি মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী খেলা হবে দিবস নিয়ে কার্যত তরজা জমে উঠেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। প্রথম থেকেই বিজেপি 16 ই আগস্ট ‘খেলা হবে’ দিবস পালনের বিরোধিতা করে আসছে। অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনে খেলা হবে তৃণমূলের অন্যতম স্লোগান হিসেবে জানা গিয়েছিল। প্রসঙ্গত খেলা হবে কথাটি আজ শুধু বাংলায় নয়, সারা ভারতে যথেষ্ট চর্চিত। ‘খেলা হবে’ দিবসের বিরোধিতা করে ইতিমধ্যেই ময়দানে নেমেছে বিজেপি। ‘খেলা হবে’ দিবসকে যেকোনোভাবে আটকানোর জন্য সম্প্রতি রাজভবনে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাৎ করে আসেন।

এবং তারপরেই রাজ্যপাল দিল্লি উড়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার আরো একবার সরব হলেন রাজ্য তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। গতকাল রাতে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে খেলা হবে দিবসের যুক্তিসহ পুরোনো একটি ছবি দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং জানিয়েছেন, 2014 সালে খেলার জন্য পথে নেমেছিলেন বিজেপির নেতারাও। আর সেক্ষেত্রে শুভেন্দুকে তীব্র কটাক্ষ করে কুণাল ঘোষের পরামর্শ, বিজেপির ইতিহাস জানার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন কুণাল ঘোষ জানিয়েছেন, 2014 সালের 16 ই আগস্ট রাজ্য বিজেপির তরফ থেকে খেলার জন্য মিছিল করা হয়েছিল, যেখানে নেতৃত্বে ছিলেন রাহুল সিনহা। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে পুরনো বিজেপি নেতা কৃষ্ণেন্দু মিত্রর কাছে ইতিহাস জানার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেতা। অবশ্য এর পরে কুণাল ঘোষ রীতিমতন তোপ দেগে শুভেন্দুকে তীব্র কটাক্ষ করে বলেন, 2014 সালে শুভেন্দু যেহেতু শাসকদলের মঞ্চে ছিলেন তাই কোন দিকে তিনি তাকাননি। উল্লেখ্য 1946 সালের 16 ই আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিং এর ঘটনা ঘটেছিল।

আর সেই ঘটনাকে স্মরণ করেই বিজেপি কোনভাবেই খেলা হবে দিবস ঐদিন পালন করার বিপক্ষে। বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন, এর পেছনে অন্য কার্‌ খেলা হবে শব্দবন্ধটি তৃণমূলের কাছে জয়সূচক ধ্বনি। তাই খেলা হবে দিবস পালন কার্যত তৃণমূলের বিজয় দিবস হিসেবে ধরে নিচ্ছে রাজনৈতিক মহল। সে জায়গায় তৃণমূলকে যদি বাধা দেওয়া হয়, তাহলে কার্যত তাঁদের বিজয় দিবস পালনে বাধা প্রদান করা হবে। আর সেটাই করতে তৎপর বিজেপি। আপাতত দেখার বিজেপির পরিকল্পনা সফল হয় কিনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!