এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “খেলা হবে, লড়াই হবে, জেতা হবে।” – ঝালদার সভা থেকে আত্মপ্রত্যয়ী মুখ্যমন্ত্রী

“খেলা হবে, লড়াই হবে, জেতা হবে।” – ঝালদার সভা থেকে আত্মপ্রত্যয়ী মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বুধবার নন্দীগ্রামে গিয়ে পায়ে আঘাত লাগার পর আজ প্রথম জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুরুলিয়াতে জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী। আজ পুরুলিয়াতে দুটি জনসভা মুখ্যমন্ত্রীর। সম্প্রতি তিনি ঝালদায়, ঝালদা হাই স্কুল প্রাঙ্গনে জনসভা করলেন। এরপর তিনি জনসভা করবেন বলরামপুরে। ঝালদার জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানান, কেউ যদি ভোট দখল করতে আসে, তবে তাকে ছেড়ে না দিতে। ভাইয়ের পাশে থাকবেন মা-বোনেরা।

আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানালেন যে, খেলা হবে, লড়াই হবে, জেতাও হবে। বিজেপির প্রতি তীব্র অভিযোগ করে তিনি জানালেন, তাঁর সমস্ত কর্মী ভাঙিয়ে নিয়েছে বিজেপি। তাঁর পাও ভেঙে দিয়েছে বিজেপি। বিজেপি শুধু ধর্মের নামে বিভাজন করে থাকে। কংগ্রেসের প্রতি অভিযোগ করে তিনি জানালেন যে, গত ২০ বছর ধরে অথর্ব পাথরের মতো পুরুলিয়াতে বসে আছে কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি নেতৃত্বের প্রতি কটাক্ষ করে তিনি জানান, ফাইভ স্টারের খাবার খায় বিজেপির নেতারা। তফশিলির হাতের খাবার তাঁরা খান না। গত লোকসভা নির্বাচনে পুরুলিয়াতে বিজেপি জয়লাভ করলেও, এখানে কিছুই করেনি বিজেপি। বিজেপির নাকি কান্নাতে ভুলে না যেতে। তিনি অভিযোগ করলেন, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরায় এক টাকাও দেয়নি কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার ৩০০ টি ট্রেনের ব্যবস্থা করে দিয়েছিল। বিরসা মুন্ডার ছবিতে না  অন্য এক মূর্তিতে মাল্যদান করেছিল বিজেপি।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে, সকলকে দমিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। বিজেপি ভাবছে যে, দেশে আর কোন দল থাকতে পারবে না। ‘বিজেপি হঠাও, দেশ বাঁচাও’ স্লোগান দিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানালেন, তাঁকে আক্রমণ করলে মা-বোনেরা হাতা খুন্তি নিয়ে তার জবাব দেবেন। জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানালেন, বিজেপি টাকা দিয়ে ভোট কিনতে চায়। কিন্তু বিজেপির কাছে মাথা নত না করতে।

তিনি জানালেন তিনি যদি ভাঙা পায়ে লড়াই করতে পারেন, তবে তাঁরা কেন পারবেন না। দলের প্রতি অভিমানিদের উদ্দেশ্যে তিনি জানালেন যে, যারা অভিমান করে বসে আছেন, তারা বেরিয়ে পড়ুন। যুদ্ধের সময় অভিমান করে বসে থাকতে নেই। বিজেপিকে মুখের মত জবাব দেবার আহবান জানালেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!