এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “খেলা শেষ করবে বাংলার মানুষ” তৃণমূলের স্লোগানের পাল্টা চ্যালেঞ্জ বিজেপি মন্ত্রীর!

“খেলা শেষ করবে বাংলার মানুষ” তৃণমূলের স্লোগানের পাল্টা চ্যালেঞ্জ বিজেপি মন্ত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার নির্বাচনী ময়দানে এখন সবথেকে বেশি যে শ্লোগান হিট করেছে, তা হল “খেলা হবে।” মাঠে হোক বা চায়ের দোকানে, প্রায় সব জায়গাতেই এই স্লোগান দিতে দেখা যাচ্ছে শাসক দলের নেতা-নেত্রীদের। পাল্টা সেই “খেলা হবে” স্লোগানকে হাতিয়ার করে নিজেদের বক্তব্য রেখে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন বিজেপি নেতা নেত্রীরা।

আর এবার তৃণমূলের “খেলা হবে” স্লোগানকে হাতিয়ার করে ঘাসফুল শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করে রীতিমত শোরগোল তুলে দিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। যেখানে বাংলার মানুষ এই খেলা শেষ করবে বলে দাবি করতে দেখা গেল তাকে।

বস্তুত, রবিবার পশ্চিম মেদিনীপুরের শালবনের গোবরু এলাকায় মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সমিত দাসের সমর্থনে একটি জনসভা অনুষ্ঠিত হয়। আর সেখানেই যোগ দেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। আর সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের “খেলা হবে” স্লোগানকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

বিজেপির এই কেন্দ্রীয় নেত্রী বলেন, “মহিলাদের সম্মানের সঙ্গে খেলা করেছেন। মানুষের জীবনের সঙ্গে খেলা করেছেন। এমনকি স্কিমের নাম বদল করে নিজের ছবি লাগিয়ে খেলাই তো করেছেন। এখন বাংলার মানুষ নিশ্চিত করেছে, খেলা শেষ। পিসি, ভাইপো এখন যাবে। আর বাংলাটা আমরা নিজেরাই বাঁচাব।” অর্থাৎ তৃণমূল কংগ্রেসের স্লোগানকে আক্রমণাত্মক মন্তব্যের মধ্যে দিয়ে কার্যত ধুলিস্যাৎ করে দেওয়ার চেষ্টা করলেন বিজেপির এই হেভিওয়েট নেত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, তৃণমূলের “খেলা হবে” স্লোগান এখন রীতিমত অনেকের মন জয় করে নিয়েছে। মাঠে-ময়দানে এই স্লোগান দিতে দেখা যাচ্ছে অরাজনৈতিক ব্যক্তিত্বদেরও। অনেক ক্ষেত্রেই কচিকাঁচারা রাস্তায় বেরোলেই এই শ্লোগান তাদের মুখেও কার্যত চর্চার চর্চিত বিষয় হয়ে গিয়েছে।

আর এই পরিস্থিতিতে শাসকদলের সেই শ্লোগানকে পাল্টা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আক্রমণ করার চেষ্টা করলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। যেখানে “বাংলার সর্বনাশ করেছে তৃণমূল কংগ্রেস” বলে “এই খেলা বাংলার মানুষ শেষ করবে” এমনটাই দাবি করতে দেখা গেল তাকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!