এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > “খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়?” – জোর করে রং দিলে কঠোর শাস্তির নিদান স্বাস্থ্যদপ্তরের

“খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়?” – জোর করে রং দিলে কঠোর শাস্তির নিদান স্বাস্থ্যদপ্তরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দোলযাত্রা, বাঙালি তথা ভারতবাসীর বিশেষ আনন্দ ও মহামিলনের দিন। তবে করোনা সংক্রমনের কারণে এবার দোলযাত্রার আনন্দ অনেকটাই ফিকে। করোনা সংক্রমণ রোধে দোল উৎসব পালনের ব্যাপারে বেশ কিছু কঠোর নির্দেশ দেয়া হয়েছে। তেমনি স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জোর করে কারোর গায়ে রং না দিতে। জোর করে কাউকে যদি রঙ দেয়া হয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জোর করে রং দিলে যেতে হবে শ্রীঘরে।

এ প্রসঙ্গে জনস্বাস্থ্য আধিকারিক অনির্বাণ দলুই জানালেন যে, করোনা সংক্রমণ ক্রমশ তীব্র হচ্ছে, তাই সামাজিক দূরত্ব বজায় রেখে এবার দোল উৎসবে অংশগ্রহণ করতে হবে। তিনি আরও জানিয়েছেন যে, করোনা সংক্রমণ কি হারে বাড়ছে, সরকারি তথ্যই তার প্রমান দিচ্ছে, এই সময়ে দোল উৎসব, রং খেলা ৩ গুণ বাড়িয়ে দিতে পারে করোনার দৈনিক সংক্রমণ। সেক্ষেত্রে আবার ২০২০ সালের মতো কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, রং খেলার দিন রাস্তাঘাটে চলা বহু মানুষকে জোর করে রং মাখিয়ে দেয়া হয়। অনেকে রং খেলতে উৎসাহী না হলেও, তাদেরকে রং দেওয়া হয় জোর করে। কাউকে চেপে ধরে রং মাখানোও কোন বিরল ঘটনা নয়। এবার, এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিল প্রশাসন। জনস্বাস্থ্য আধিকারিক অনির্বাণ দলুই জানালেন, এবার এ ধরণের প্রবণতা না থাকাই ভালো। অন্যদিকে যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা জানিয়েছেন যে, জোর করে কাউকে রং দেওয়া অপরাধ। কোথাও যদি এই ঘটনার খবর পাওয়া যায়, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

জোর করে রং দিলে ঠাঁই হবে শ্রীঘরে, এমনই কঠোর নির্দেশ দেয়া হয়েছে। সরকারের এই নির্দেশে খুশি হয়েছেন রাজ্যের অনেক বাসিন্দা। সংক্রমণ এখন যেভাবে বাড়ছে, তাতে রং খেলায় উৎসাহ হারিয়েছেন অনেকেই। তবে রাস্তাঘাটে বেরোলে জোর করে রং দেবার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে দক্ষিণ কলকাতার জনৈক বাসিন্দা জানালেন যে, এবার তিনি রং খেলছেন না।

কিন্তু বাজারে, দোকানে যাবার পথে অনেকে জোর করে গায়ে রঙ মাখিয়ে দেন। দোলের দিন এরকম করলে কিছু বলাও যাবে না। কিন্তু যিনি রং দিচ্ছেন, তিনি করোনা আক্রান্ত কিনা? তা বোঝার কোন উপায় নেই। তাই, এই ধরনের মানুষকে রুখতে পারবে সরকারের এই পদক্ষেপ। সরকারের এই পদক্ষেপে তিনি আনন্দিত।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!