এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশের সভা বিরিয়ানি-মাংসের গন্ধে ম-ম করলেও, গেরুয়া সমর্থকদের ‘পসন্দ’ নিরামিষ খিচুড়ি

একুশের সভা বিরিয়ানি-মাংসের গন্ধে ম-ম করলেও, গেরুয়া সমর্থকদের ‘পসন্দ’ নিরামিষ খিচুড়ি


২০১৭ সালের নভেম্বর মাসে খিচুড়িকে জাতীয় খাদ্য হিসেবে মাণ্যতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে সম্মান জানিয়েই শনিবার মেয়ো রোডে যুব মোর্চার সভায় উপস্থিত জনগন , এবং দলের কর্মী সমর্থকদের এক যোগে খিচুড়ি দেওয়া হলো। মহানন্দেই তাঁরা তাঁদের ভুঁড়িভোজ সারলেন। উল্লেখ্য গত মাসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ২১ শে জুলাই শহীদ দিবসের দিন জনসভায় মেনু বলতে ছিলো  বিরিয়ানি আর মাংস। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত বেশিরভাগ বাস সংলগ্ন এলাকাতেই মাংস রান্না হচ্ছে এমন চিত্র দেখা গিয়েছিলো। কিন্তু যেহেতু বিজেপি একদম শাকাহারী। তাই এদিনের সভার খাদ্য তালিকায় ছিলো খিচুড়ি আর সোয়াবিনের তরকারি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-bjp0

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। 

প্রসঙ্গত শুক্রবার থেকেই রাঁধুনীরা মুরলীধর স্ট্রিটে রাজ্য বিজেপির সদর দফতরের সামনে এসে উপস্থিত হয়েছিলেন। তখন থেকেই হাঁড়ি; কড়া; হাতা; খুন্তি নিয়ে তারা রান্নার তোরজোর শুরু করে দিয়েছিলেন। কম্পক্ষে ৫০ হাজার মানুষের খাওয়ারের বন্দোবস্ত করতে হবে এমনই পরিকল্পনা ছিলো। এই প্রসঙ্গে ক্যাটরিংয়ের দায়িত্বে থাকা দলেরই এক সমর্থক কর্মী বললেন; “কাল সন্ধ্যা থেকে এসেছি। পার্টি অফিসেই সাত হাজার জনের আয়োজন করেছিলেন। এছাড়াও জানা যাচ্ছে শহরের একাধিক জায়গায় যেখানে বিজেপি কর্মীরা জমায়েত করেছিলো সেখানেই খিচুড়ির আয়োজন করা হয়েছিলো। এদিন প্রায় ৫০ কুইন্টাল খিচুড়ির সাথে  সোয়াবিন আলুর তরকারির ও আয়োজন ছিলো।

কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে খিচুড়ি খেলেন এদিন। শুধু খেলেন তাই নয় খাওয়ার পরে খিচুড়ির তারিফ করতেও ভুললেন না। এই খিচুড়ি রান্নার প্রসঙ্গে বিজেপি নেতা রীতেশ তিওয়ারী বললেন, “খিচুড়ি রান্না করা সহজ। তাড়াতাড়ি হয়। পেট ভরে। মানুষ খেতেও পছন্দ করেন। সেই ভাবনা থেকেই খিচুড়ি খাইয়েছি আমরা।” একই সাথে আবহাওয়ার কথা উল্লেখ করে তিনি বললেন, “বর্ষাকাল বলে খানিকটা ভাবা হয়েছিল খিচুড়িই বেস্ট। কিন্তু আজ তো ব্যাপক গরম ছিল। কিন্তু কর্মীরা মন ভরে খেয়েছেন।” প্রধানমন্ত্রীর পচ্ছন্দ কে মাণ্যতা দিতেই কী এই খিচুড়ির রান্নার বন্দোবস্ত এই প্রসঙ্গে বিজেপি নেতার সাফ কথা, “উনি ভেবেছিলেন যখন আমাদের সেই পথে চলতে অসুবিধা কোথায়।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!