এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > খোদ বিজেপি শিবির থেকে মহামূল‍্যবান স্লোগান চুরির অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে

খোদ বিজেপি শিবির থেকে মহামূল‍্যবান স্লোগান চুরির অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে

খড়গপুর উপনির্বাচনের জন্য হাতে মাত্র আর কয়েকটা দিন। নির্বাচন কমিশনের কথা অনুযায়ী, আগামী 24 নভেম্বর হতে চলেছে খড়গপুর উপনির্বাচন। আর এই উপনির্বাচনে জেতার জন্য প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনী প্রচারে জোর দিচ্ছে বেশি। খড়্গপুরের বিজেপি নির্বাচনী প্রচারে উন্নয়নের ওপর জোর দিচ্ছে বেশী । আর এবার বিজেপির স্লোগানকে ধার করে তৃণমূল নিজেদের স্লোগান তৈরি করল। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে নানান কটাক্ষ করা হচ্ছে তৃণমূল শিবিরকে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, খড়্গপুরে তৃণমূল জয় আনার জন্য এ ধরনের স্লোগানকে হাতিয়ার করেছে‍।

খড়গপুর বিধানসভা উপনির্বাচনে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রদীপ সরকার। আর তাঁকে জেতানোর জন্য এবারের নির্বাচনী স্লোগান, আব কি বার, প্রদীপ সরকার। অর্থাৎ এবারে প্রদীপ সরকার। 2014 সালের লোকসভা ভোটের সময় ঠিক একই রকম স্লোগান শোনা গিয়েছিল বিজেপির গলায়। সে সময় প্রধানমন্ত্রী মোদীর জন্য নির্বাচনী প্রচারে স্লোগান ছিল আবকি বার, মোদি সরকার। একইভাবে 2019 এর লোকসভা নির্বাচনের সময়ও বিজেপি স্লোগান দিয়েছিল ফির একবার মোদি সরকার কিন্তু এবার এই স্লোগান এর ওপর খাবা বসালো তৃণমূল। বিজেপির শ্লোগান কে কিছুটা এদিক ওদিক করে প্রায় বিজেপির মতন করেই নির্বাচনী প্রচারে স্লোগান দিয়েছে আবকি বার প্রদীপ সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নেতারা নির্বাচনী প্রচারে এসে এই স্লোগানের সাথে এলাকার উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ খড়্গপুরের বিধায়ক হওয়া সত্বেও এলাকায় কোন উন্নয়নের কাজ হয়নি বলে দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। সেকারণেই প্রদীপ সরকারের নির্বাচনে জেতার কথা বলেছেন। খড়গপুরে উপ নির্বাচনের নির্বাচনী প্রচারে এসে আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্রনাথ তিওয়ারিও বলেছেন, এইবার আর কেউ না, খড়্গপুরে এবার প্রদীপ সরকার।

এই স্লোগান কান্ডের ফলে ইতিমধ্যে বিরোধী শিবির থেকে শাসক শিবিরকে চোর উপাধিতে ভূষিত করা হয়েছে। যদিও শাসক মহলের দাবি, স্লোগানের ওপর কখনো কারোর কপিরাইট থাকেনা। যার ফলে স্লোগান যে কারোর হতে পারে। সেক্ষেত্রে একই স্লোগান হলেও কিছু করার নেই।

অন্যদিকে, খড়গপুর বিজেপির গড় হিসেবেই পরিচিত। আর সেই গড়কে ধরে রাখতে জয়ের ধারাকে বজায় রাখতে বিজেপি সমগ্র শক্তি নিয়ে উপনির্বাচন জেতার জন্য ঝাঁপাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে সেই শক্তিকে প্রতিহত করার জন্য তৃণমূলও পিছিয়ে নেই। তবে খড়গপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে যে একটা প্রেস্টিজ ফাইট হতে চলেছে, তা নিয়ে কোন সন্দেহ নেই রাজনৈতিক বিশেষজ্ঞদের। আপাতত দেখার, যে স্লোগানের ওপর ভর করেই দেশের শাসন ক্ষমতা নরেন্দ্র মোদি সরকারের হাতে এসেছিল, এবার একই স্লোগান এর ওপর ভর করে খড়্গপুর তৃণমূলের হয় কিনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!