এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > খোদ মুখ্যমন্ত্রীর এলাকাতেই টিএমসিপির তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব, শান্ত করতে গিয়ে আহত থানার ওসি

খোদ মুখ্যমন্ত্রীর এলাকাতেই টিএমসিপির তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব, শান্ত করতে গিয়ে আহত থানার ওসি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা ভবানীপুরে তৃণমূলের ছাত্রসংগঠনের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেলো। গতকাল আশুতোষ কলেজ ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলেজের তৃণমূল ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। গতকাল সন্ধ্যা সাতটার সময় দুই কলেজের তৃণমূল ছাত্র সংগঠনের শুরু হয় ব্যাপক মারামারি, ধস্তাধস্তি, ইটবৃষ্টি। একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় গতকাল ভবানীপুর থানার সামনের এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়েছিলেন ভবানীপুর থানার অতিরিক্ত ওসি রাজীব সাউ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযোগ উঠে, পুলিশকে লক্ষ্য করেও ইট-পাথর ছোড়া হয়েছিল। মাথায় ইট লেগে গুরুতর আহত হন ওসি রাজীব সাউ। রক্তাক্ত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। যদিও এখন তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। কিছুদিন ধরেই ২ কলেজের তৃণমূল ছাত্র সংগঠনের বচসা চলছিল, গতকাল যা গুরুতর আকার ধারণ করে। ঝামেলা মেটাতে গিয়ে আহত হতে হয় পুলিশকে। গতকাল রূপচাঁদ মুখার্জী লেন মারামারি, ইট পাথর ছোড়ার ঘটনায় রণক্ষেত্রের রূপ নেয়।

গতকালের এই গোষ্ঠী কোন্দল যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। খোদ মুখ্যমন্ত্রীর এলাকায় এই ঘটনা দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে বহুগুণে। গতকালের এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তিনি দলের কাছে জানাবেন। পুলিশের এভাবে আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!